শীতের হালকা পরশে জমে উঠেছে ঢাকার অন্যতম জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলছে ‘বার-বি-কিউ ফিয়েস্তা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই আয়োজনের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারছেন বহু রকমের বিশেষ বার-বি-কিউ প্ল্যাটার, যেখানে থাকছে দেশি-বিদেশি নানা স্বাদের মাংস, সি-ফুড এবং বিশেষভাবে প্রস্তুত করা সিগনেচার ডিশ। প্রতিটি পদে রয়েছে ধোঁয়াটে ঘ্রাণ ও মসলার নিখুঁত মেলবন্ধন, যা দিচ্ছে রসনা তৃপ্তির অনন্য অভিজ্ঞতা।
এ ছাড়াও, প্রতি উইকেন্ডে থাকছে লাইভ মিউজিক পারফরম্যান্স, যা উৎসবের আমেজকে করে তুলছে আরও প্রাণবন্ত। সুরের মূর্ছনায়, তারাভরা আকাশের নিচে আর স্মোকি গ্রিলের গন্ধে মিশে যাচ্ছে আনন্দের উষ্ণতা; এমন এক সন্ধ্যা, যা প্রতিটি অতিথির জন্য স্মরণীয় হয়ে থাকার মতো।

শীতের সন্ধ্যা, সুরের ছোঁয়া আর স্মোকি বার-বি-কিউ-এর স্বাদ– সব একসঙ্গে পেতে চলে আসতে পারেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ। রিজার্ভেশন ও বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করতে পারেন https://www.facebook.com/share/19oiSsXChc।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

