বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরজুড়েই ছিল নানা বিতর্কের ছড়াছড়ি। এরমধ্যে, কর্তৃপক্ষ তথা থাই প্যাজেন্ট ডিরেক্টর নাওয়াত ইতসারাগ্রিসিলির অপমানজনক মন্তব্যের প্রতিবাদে প্রতিযোগিতা থেকে ওয়াকআউট করেছিলেন মিস ইউনিভার্স মেক্সিকো ফাতিমা বোশ [উচ্চারণভেদে, ফাতিমা বশ]। পরে অবশ্য ফিরে এসেছেন। শুধু ফিরে আসাই নয়; সর্বসেরার মুকুটও উঠেছে তারই মাথায়। ফাতিমাই মিস ইউনিভার্স ২০২৫।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে শেষ হাসি তিনিই হেসেছেন। এ দিন বিচারকদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব দেন তিনি। প্রথমে তার কাছে জানতে চাওয়া হয় চলতি বছরে নারীদের চ্যালেঞ্জগুলো কী এবং তিনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে বিশ্বের নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন কীভাবে?

উত্তরে ফাতিমা বলেন, বর্তমান পৃথিবী নারীদের জন্য বেশ চ্যালেঞ্জের। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে তিনি অন্যের কল্যাণে নিজের বক্তব্য ও শক্তি কাজে লাগাবেন। আরও বলেন, এই প্ল্যাটফর্মে প্রতিযোগীরা উপস্থিত হয়েছেন মূলত কথা বলার ও পরিবর্তনের জন্য। ‘আমরা নারী, আমরা সাহসী,আমরা সবার সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি,’ দৃঢ়চেতা অভিমত জানান তিনি।
২৫ বছর বয়সী ফাতিমার জন্ম মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায়। তিনি নিজ দেশে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও বসবাস করেছেন কিছুদিন।

বলে রাখা ভালো, এবারের প্রতিযোগিতায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সেরা ৩০-এও পৌঁছে গিয়েছিলেন তিনি।
অন্যদিকে, মিস ইউনিভার্স ২০২৫-এর প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং; দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে ভেনেজুয়েলার স্টেফানি অ্যাবাসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়েক।
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

