skip to Main Content
তরুণদের সংস্কৃতিমুখী করার নতুন উদ্যোগ ‘তারা’

গ্লো অ্যান্ড লাইভ ইস্পায়ার্ড স্লোগানকে সামনে রেখে আগামী শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রাজধানীর ক্যাফে ১৩৮ ইস্ট, গুলশান এভিনিউতে ‘তারা আনপ্লাগড’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘তারা’র পথচলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজকদের ভাষ্য, “‘তারা’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকারী নয়; এটি একটি আন্দোলন, যেখানে সত্যিকারের শিল্প, সংস্কৃতি, আবেগ ও মানবিকতার মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করে তোলার চেষ্টা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরাই আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, শিল্প, সংগীত, ইতিহাস-ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতাই মানুষের মধ্যে আসল বন্ধন তৈরি করে। আপনারাও শারীরিকভাবে উপস্থিত থেকে কিংবা মানসিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগে শামিল হতে পারেন, যাতে আমরা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করতে পারি।”

উদ্বোধনী আয়োজনে সেদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী বিশেষ সংগীত পরিবেশিত হবে। এতে অংশ নেবেন মোজি অ্যান্ড কো’র শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা, যারা তাদের আকুস্টিক রসায়ন ও কাব্যঘন পরিবেশনার জন্য সংগীতের জগতে সুপরিচিত। পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করবেন সমসাময়িক সংগীতের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়।

আগামী বছর ‘তারা’ সাংস্কৃতিক উৎসব, করপোরেট প্রদর্শনী, সৃজনশীল সামাজিক সমাবেশসহ বিভিন্ন থিমভিত্তিক আয়োজন নিয়ে আসার পরিকল্পনা করেছে। প্রতিটি আয়োজনেই থাকবে স্বকীয় আবেগ, সৃজনশীলতা ও নান্দনিকতার ছোঁয়া।

উদ্বােধনী আয়োজনের টিকিটের মূল্য ২০০০ টাকা। বিকাশ থেকে সেন্ড মানি’র মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে ০১৯১৩২৩৭২৬৮ নম্বরে। সে ক্ষেত্র রেফারেন্সে লিখতে হবে নিজের নাম + TARA Unplugged। পেমেন্ট সম্পন্ন হওয়ার স্ক্রিনশট আপলোড করতে হবে এই লিংকে– https://forms.gle/h8j।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top