কোনো অনুষ্ঠান কিংবা প্রেস কনফারেন্সে হায়ার প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ছায়াসঙ্গীর মতোই থাকেন দেহরক্ষী। অনেক সময় কালো পোশাক পরে সুঠাম দেহের অধিকারী কোনো একজন ব্যক্তিকে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোনো তারকা, খেলোয়াড় কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বের পাশে। তারা তাদের বডিগার্ড তথা দেহরক্ষী। খেয়াল করলে দেখা যায়, দেহরক্ষীর চোখে সব সময়ই কালো চশমা শোভা পায়। এটি নিছক ফ্যাশন নয়, বরং এটি তাদের প্রশিক্ষণেরই একটি অংশ। জানেন কি, কেন তারা কালো চশমায় চোখ ঢেকে রাখেন?
নজরদারি: অপরাধীর চোখ ধুলো দিতেই কালো চশমার এই বিশেষ ট্রিক ব্যবহার করেন দেহরক্ষীরা। চোখে সানগ্লাস থাকায় তাদের নজর ঠিক কোন দিকে, তারা কী অনুসরণ করছে, সেটা বোঝা সম্ভব হয় না। ফলে খুব সহজেই তারা চারপাশে নজরদারি করতে পারেন।
ফ্ল্যাশ লাইট বা সূর্যরশ্মি: রাতে ফ্ল্যাশ লাইট কিংবা দিনে সূর্যরশ্মির হাত থেকে বাঁচতেও কালো সানগ্লাস ব্যবহার করেন দেহরক্ষীরা। তাদের চোখ থাকে নিরাপত্তার দিকে। একমুহূর্তের জন্যও যাতে তাদের মনঃসংযোগের বিচ্যুতি না ঘটে, সে কারণে তাদের চোখে এই কালো চশমা।
চোখের সুরক্ষা: দেহরক্ষীদের বন্দুকযুদ্ধ কিংবা বিস্ফোরণের মুখোমুখি হতে হয় বিধায় চোখের সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করেন তারা। এ ছাড়া কালো চশমা পরলে বাইরের দুনিয়ার কাছে নিজের আবেগ লুকিয়ে রাখাও সম্ভব হয় তাদের পক্ষে।