শারদীয় দুর্গোৎসব চলছে। সকাল থেকেই আকাশে মেঘ। কখন যেন বৃষ্টি নামে! তবে, উৎসবের এই দিন আবছা আলোয় ঘেরা হলেও মনের মধ্যে হাজার রঙের রোশনাই। পোশাকেও যে তার প্রভাব পরবে, সে তো বোঝাই যায়।

এমন দিনে ক্লাসিক সাদা-লাল শাড়ি পরে ঘুরে বেড়ানো যেতেই পারে। কালার প্যালেটের এই দুই রঙের সঙ্গে বাঙালির বন্ধন চিরন্তন।

আবার, যদি শাড়ির বদলে পরতে ইচ্ছা করে সালোয়ার-কামিজ, তাতেও ক্ষতি নেই। দুধ সাদা অথবা মাখনরঙা কামিজ পরনে থাকতেই পারে। সঙ্গত দিতে পারে লাল ওড়না। তাতে অলঙ্করণ হতে পারে সোনালি জড়ির। কিংবা একদম সোজাসাপ্টা লাল-ই সই!

হাতে কাঁচের চুড়ি, কানে ঝুমকা, পায়ে নুপুর। আর সাজে লাল টিপ, কোরাল অথবা রেড লিপস্টিক, চোখ ভর্তি করে কালো কাজল আর ম্যাট গোল্ডেন আইশ্যাডো। মানাবে বেশ!

লাল-সাদার জোড়ার বাইরেও হতে পারে পোশাক পরিকল্পনা। লালের সঙ্গে উজ্জ্বল নীলের সন্ধিও বেশ মানাবে। আবার, শুধু লালও নিজেই আনন্দ বিলাতে পারে।
- সারাহ্ দীনা/ ক্যানভাস অনলাইন
ছবি: অঞ্জন’স

