শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর গুলশান-২-এ প্রিমিয়াম ডেকোর ব্র্যান্ড সাতোরি এবং ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) নতুন এক পার্টনারশিপ ঘোষণা করেছে।
গুলশানে সাতোরির শোরুমে এই চুক্তি স্বাক্ষর করেন সাতোরির চেয়ারপার্সন মমতাজ হুসেইন রুনু এবং আইডিএবির সভাপতি সৈয়দ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন সৌন্দর্য জগতের আইকন কানিজ আলমাস খান।

আরও উপস্থিত ছিলেন সাতোরির সিইও শাওন তানভীর, আইডিএবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম স্মরণ, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান এবং অ্যাসোসিয়েশনের অন্যন্য বোর্ড মেম্বাররা।
এই সহযোগিতার লক্ষ্য, বাংলাদেশে ডিজাইনারদের জন্য সৃজনশীল ইন্টেরিয়র সলিউশন এবং বিশেষায়িত কাস্টমাইজড লাইটিং সার্ভিস তৈরি করা। এখন থেকে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের ক্লায়েন্টরা সাতোরির মাধ্যমে পাবেন ঝাড়বাতি থেকে ম্যাচিং ওয়াল লাইট পর্যন্ত টোটাল লাইটিং সলিউশন।
- ক্যানভাস অনলাইন
ছবি: সাতোরি’র সৌজন্যে

