skip to Main Content

নখদর্পণ I সিম্পলি গর্জাস

২০২৫ সালের প্রায় পুরোটাজুড়ে ফ্যাশনের টেক্সট বুক সিলগালা করেছে ওল্ড মানি অ্যাসথেটিক। সরল কিন্তু অভিজাত। নখের আকারে পারিপাট্য আর তাতে রং সাধারণ ও নিরপেক্ষ। নেই জমকালো নকশা কিংবা চাকচিক্য

মনোক্রোম কোনো কুর্তির সঙ্গে ডিজাইনার ব্যাগ, চুল সেরামে সেট, মিনিমাল জুতা আর গয়না, রোদচশমায় নেই রংচঙে কারুকাজ—ওল্ড মানি ফ্যাশনের ভিত তো এ-ই। তবে শুধু পোশাক বা গয়না কেন, ওল্ড মানি সাজবে নখদর্পণেও। ফ্রেঞ্চ ম্যানি, এক রঙে নেইলপলিশ, কচ্ছপের খোলশের মতো নখ—সবই যেন এই অ্যাসথেটিকের অংশ।
শুধু পোশাকে নয়; নখের মাধ্যমেও ফুটিয়ে তোলা যায় আভিজাত্য। নখ যে শুধু ফ্যাশনের কথা বলবে, তা নয়; বরং সাটেল নেইল পেইন্ট বলে দেবে আপনার লাইফস্টাইল। ব্যাপারটি হাস্যকর শোনালেও ছুড়ে ফেলার উপায় নেই। অতিরঞ্জিত নখ দেখে যে কেউ ধরে নিতে পারে, আপনার বুঝি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে! তাই নখ নিয়ে গড়িমসির সময় শেষ। ওল্ড মানি অ্যাসথেটিক ধরতে কিংবা নিজের আভিজাত্য বজায় রাখতে দৃষ্টি দিন আঙুলের ডগায়।
পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ
নখে ওল্ড মানি অ্যাসথেটিক ফুটিয়ে তুলতে শুধু নেইলপলিশের রঙে দৃষ্টি দেবেন, তা কিন্তু নয়; রঙের বাইরের পৃথিবীটাও বিশাল। চটকদার কোনো ট্রেন্ডে গা ভাসানো নয়; বরং ওল্ড মানি বোঝে আভিজাত্যের ভাষা। নখে পরিশীলিত একটি রং বাতলে দিতে পারে আপনার লাইফ চয়েজ এবং দৈনন্দিন অভ্যাস। কারদাশিয়ান কিংবা ড্রাগ কুইনদের মতো বিশালাকার নখ নয়; আভিজাত্য বোঝাতে নখে থাকা চাই সুন্দর একটি কাট—ভোঁতা নয়, আবার রাক্ষুসেও নয়; ঠিক কাটার ৪-৫ দিন পর যেমন থাকে, ওটাই হতে পারে রেগুলার শেপ। ডিম্বাকৃতি, চন্দ্রাকার কিংবা চারকোনা করে কাটা নখ কিন্তু মানিয়ে যেতে পারে সহজে। বোর্ড মিটিং, টেনিস ম্যাচ, ডেটিং—উপলক্ষ যা-ই হোক, সবকিছুর সঙ্গে জুতসই। নখের আকার নিয়ে বিতর্ক নয়; বরং পরামর্শ পাওয়া যেতে পারে স্যালন এক্সপার্টের কাছ থেকে। হাত ও নখের আকার বুঝে তবেই নখ কাটতে বসা শ্রেয়। নেইল আর্টিস্টের কাছ থেকে আগেই জেনে নিলে নখে ব্যক্তিত্ব আরও প্রকাশিত হবে। এ ছাড়া নেইল স্যালনে বিভিন্ন রকমের ট্রাই-অন টুল থাকে; সেগুলোর মাধ্যমে খুব সহজে আগে থেকে নিজের জন্য উপযোগী একটি স্টাইল বেছে নেওয়ার সুযোগ থাকে।
হাই শাইন গ্লসি টপকোটের কথা ভুলে যাওয়ার জো নেই। এবড়োখেবড়ো, রং জ্বলে যাওয়া নয়; নখে আসা চাই ডায়মন্ডের মতো চকচকে ভাব। ম্যাট ফিনিশ আর গ্লিটার চাকচিক্য ভুলে নখকে সিম্পল কিন্তু গর্জাস লুক দেওয়াই এই কোরের লক্ষ। লেস ইজ মোর—বুলিটি ওল্ড মানি লাইফস্টাইলের জন্য পুরোপুরি প্রযোজ্য। খুবই মিনিমাল ডিজাইন, চাকচিক্যের পরিহারে নখে থাকতে পারে সূক্ষ্ম শাইনি ভাব। ব্যস, এতটুকুই যথেষ্ট!
বহুল প্রচলিত ট্রেন্ড
সব ওল্ড মানি নেইলের বহুল প্রচলিত কিছু ট্রেন্ড সম্পর্কে জানা থাকলে ক্ষতির চেয়ে লাভই বেশি!
 ক্ল্যাসিক ফ্রেঞ্চ টিপ: নখের ডগায় চাঁদের মতো সাদা সূক্ষ্ম একটি রেখা। ক্ল্যাসিক একেই বলে; সেই পঞ্চাশের দশকের একটি ঢং, যা এখনো আছে মাথা উঁচু করে। হালকা গোলাপি রঙের নেইলপলিশের উপরিভাগে সাদা চন্দ্রাকৃতির একটি শেপ। যারা মাইক্রো ফ্রেঞ্চ করাতে চান, সাদা চন্দ্রাকৃতির পরিমাণ আরেকটু সরু রাখতে পারেন। ওয়েভি ফ্রেঞ্চও ট্রাই করা যায় বোহো ভাইব ধরে রাখতে।
 টরটয়েজশেল ডিটেইলস: কচ্ছপের খোলস নয়; তবে এ রকম অনেকটা। টরটয়েজশেল ডিটেইলসের চশমা, নেইলপেইন্ট, হ্যান্ডব্যাগ ওল্ড মানি ভাইব বহন করে আসছে যুগ যুগ ধরে।
 মার্বেল ডিজাইন: নিউট্রাল রঙের মার্বেল ডিজাইন নখে এনে দেয় আভিজাত্যের স্পর্শ।
 লাইন ওয়ার্ক: মনোক্রোম একটি নেইলপলিশের ওপর মেটালিক রঙে নেইল ওয়ার্ক; দেখতে দারুণ, সলিড স্টাইলের জন্য উপযোগী।
 বেবি বুমার: ক্ল্যাসিক ফ্রেঞ্চ টিপ; তবে শুধু সাদা আর গোলাপি রঙেই এই ডিজাইন হয়ে থাকে।
 আর্টিস্টিক নুড: সব নখে নুড শেডের নেইল পলিশ অ্যাপ্লাই করে, দু-একটি নখে ব্রাশ স্ট্রোকে করতে পারেন নতুন কোনো ডিজাইন।
 গোল্ড কাফ: নেইল মুনে মেটালিক গোল্ড নেইল পলিশে ক্রিয়েট করতে পারেন এই লুক। ওল্ড মানি লুকের জন্য ভীষণ মানানসই।
 গ্লিটারে ঘূর্ণিপাক: শুধু গ্লিটারি নখ দেখতে কটকটে লাগলেও নখের মাঝ বরাবর টর্নেডোর মতো একটি ডিজাইন কিন্তু মন্দ লাগবে না।
 ফ্লোরাল: কোনো এক বা দুটি নখে হালকা সাদা একটি ফুল, বাকি সবে গোলাপি আভায় তৈরি করতে পারেন ভিনটেজ লুক। অনেকে শুধু ফ্রেঞ্চ টিপেও ফ্লোরাল পেইন্ট করিয়ে থাকেন; তাতেও দেখতে দারুণ লাগে। ফ্লোরাল ডিজাইন করার একটি দারুণ রং হতে পারে নেভি কালার। এ রঙেও ফোটাতে পারেন মেটালিক গোল্ডেন রঙের ফুল।
এ ছাড়া নেইল পেইন্টে নতুনত্ব রাখতে চাইলে যোগ করা যেতে পারে নেগেটিভ স্পেসিং। পুরো নখে নেইলপলিশ অ্যাপ্লাই না করে, কিছু জায়গা ফাঁকা রাখার মাধ্যমে একটি অ্যাসথেটিক লুক তৈরি সম্ভব।
সিজনাল ডিমান্ড
সব ঋতুতে একই সাজ নয়; বরং নখে আনতে পারেন বৈচিত্র্য। শীত ও বর্ষায় গাঢ় রং যেমন বারগ্যান্ডি বা নেভি; গরম ও বসন্তের সময়টা হালকা হতে পারে। তখন গোলাপি, সাদা, আকাশি রঙের ব্যবহার হোক মন খুলে।
ফাস্ট ফ্যাশনের ভয়ে যারা ভাবছেন, যা আছে তা-ই সই, তাদের জেনে রাখা ভালো, আভিজাত্যের স্পর্শ পুরোনো হবে না সহজে। সৌন্দর্য মানে চটকদার কিছু নয়; সাধারণের মধ্যে অনন্য হওয়াতে লুকিয়ে আছে নতুনত্ব। ওল্ড মানি লুক মানেই এর চাহিদা ফুরোনোর নয়। নখে পুরোনোকে নতুন করে দেখার এই ট্রেন্ড বহন করে সেই আত্মবিশ্বাস; জানান দেয়—‘আছি, থাকবে’।

 বিদিশা শরাফ
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top