ফ্রম ফ্যাশন উইক I ব্লারি বেরি বিউটি
গেল বছরের নিউইয়র্ক ফ্যাশন উইকে দেখা গিয়েছিল ব্লারি বেরি লুক। ডিফিউজড বেরি-টোন লিপস্টাইল। স্ট্রাকচারড নয়। বেরি গাছের তল থেকে কুড়িয়ে কাঁচা হাতে ঠোঁটে বুলিয়ে নিলে যেমন দেখায়। হারিয়ে যাওয়া রাজকন্যার সাজের মতো সুন্দর; কিন্তু অবিন্যস্ত। কেটি পেরির বিটেন লিপস থেকে প্রাণিত। দক্ষিণ এশীয় স্কিন টোনে দারুণ মানায়। স্প্রিং মেকআপ বা রোমান্টিক ভ্যালেন্টাইন লুক—সবখানে কাজ করে। কম পরিশ্রমে বেশি ইমপ্যাক্ট এর মূল আকর্ষণ। ঠোঁটের মাঝখানে বেরি টিন্ট বা ক্রিম লাগিয়ে আঙুল কিংবা ব্রাশে বাইরের দিকে ব্লেন্ড করে নিয়ে তাতে সামান্য ট্রান্সলুসেন্ট পাউডারের স্পর্শ। প্রাপ্তি সফট-ম্যাট ফিনিশ। চাইলে মাঝখানে একটু গ্লস। রাস্পবেরি, মালবেরি, ক্র্যানবেরি, ডিপ রোজ ও প্লাম-টোনড বেরি শেড হবে জুতসই।
বিউটি ডেস্ক
মডেল: ইরা
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
