বিউটি বক্স
বোটানিক হার্থ ভলিউম অ্যান্ড গ্রোথ শ্যাম্পু
চুল উচ্ছল-উজ্জ্বল করার আগ্রহকে গুরুত্ব দিয়ে ভলিউম অ্যান্ড গ্রোথ শ্যাম্পু বাজারে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিউটি ব্র্যান্ড বোটানিক হার্থ। এই শ্যাম্পু চুলে স্বাভাবিক ভলিউম ও ঘনত্ব বাড়াতে কার্যকর। শক্তিশালী ভলিউমাইজিং উপাদানে সমৃদ্ধ। এই ফর্মুলা গোড়া থেকে চুলকে লিফট করতে সহায়ক। ফলে চুল দেখায় ঘন ও ভরপুর। বায়োটিন ও ডিএইচটি ব্লকার সমৃদ্ধ হওয়ায় এটি দুর্বল চুলকে শক্তিশালী করে; চুল পড়া ও ভাঙা কমাতে কাজে দেয়। রোজমেরি ওয়াটার ও সেন্টেলা এশিয়াটিকা চুলের স্ক্যাল্পে গভীর পুষ্টি ও আর্দ্রতা জোগায়; শুষ্কতা ও খুশকি দূর করে। টি ট্রি অয়েল, গ্রীষ্মমণ্ডলীয় গাছের তীব্র সুগন্ধি ফুল ইলাং-ইলাং এবং রাইস ওয়াটারের মিশ্রণ স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে ফলিকল উদ্দীপিত করে। প্রাকৃতিকভাবে চুল গজাতে সহায়ক। সালফেট-মুক্ত ও অর্গানিক এই শ্যাম্পু রং করা, কোঁকড়ানো, তেলতেলে বা পাতলা—সব ধরনের চুলে নিরাপদ। কারণ, এটি প্রয়োজনীয় আর্দ্রতা নষ্ট না করেই মৃদুভাবে চুল পরিষ্কার করে। দাম পড়বে ২ হাজার ৬০০ টাকা।
আর্থ বিউটি অ্যান্ড ইউর ডারমা সল্যুশন সিরিজ
অ্যাকনে প্রন স্কিনের জন্য একটি টোটাল সল্যুশন বাজারে এনেছে আর্থ বিউটি অ্যান্ড ইউ। যেখানে প্রতিটি উপাদান ত্বকের সংবেদনশীল ভাবকে কমিয়ে ভেতর থেকে সুস্থ করে তোলে। এতে রয়েছে সিকা (সেন্টেলা এশিয়াটিকা), যা ত্বক প্রশমিত করে লালচে ভাব কমায়। উপস্থিত স্যালিসাইলিক অ্যাসিড জমে থাকা তেল ও মৃত কোষ পরিষ্কার করে। ফলে ব্রেকআউটের মূল কারণ দূর হয়। সোডিয়াম পিসিএ এবং হায়ালুরনিক অ্যাসিড ত্বককে গভীরভাবে হাইড্রেট করে। নরম ও সতেজ হতে সাহায্য করে। আর নিয়াসিনামাইড স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে দাগ কমায়। ত্বককে সমানভাবে উজ্জ্বল করে তোলে। এতে কোনো অ্যালকোহল বা প্যারাবেনের উপস্থিতি নেই। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, যা দ্রুত ফল দেয়; কিন্তু ত্বক কখনোই শুষ্ক করে তোলে না। ‘সিকা কেয়ার + অ্যান্টি অ্যাকনে ডারমা সল্যুশন সিরিজ’ শীর্ষক এই প্যাকেজের অন্তর্গত মিনারেল ক্লে ক্লিনজার, ব্যারিয়ার রিপেয়ার টোনার, অ্যাডভান্সড ব্যারিয়ার রিপেয়ার সেরাম এবং ব্যারিয়ার রিপেয়ার ক্রিমের মূল্য যথাক্রমে ১৯৯, ২৯৫, ৪৯৫ ও ৪৯৫ টাকা।
লিলি হুইপড শিয়া বডি ওয়াশ
শিয়া বাটারের গুণসমৃদ্ধ বডি ওয়াশ ত্বকে আর্দ্রতা জোগায়। দীর্ঘ সময় ময়শ্চার লকড থাকে। তাই ত্বক রুক্ষ হয় না। টেক্সচার মসৃণ হয়। ব্যবহারে কোমলতা বাড়ে। একই সঙ্গে স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে। ফলে ত্বক থাকে সুরক্ষিত। অল্পতে ক্ষতিগ্রস্ত হয় না। এই লিকুইড জেল ওয়াশ ত্বকের নরম ও সতেজ অনুভূতি ফিরিয়ে দেয়। এতে আরও উপস্থিত আছে গ্লিসারিন, সোডিয়াম হায়ালুরনেট, সোডিয়াম ল্যাকটেট ও কোকামিডোপ্রপাইল বেটেইন। এই সক্রিয় উপাদানগুলো ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়। শিয়ার প্রাকৃতিক গুণ ত্বকের সুরক্ষা স্তর উন্নত করে, ত্বক নরম-মসৃণ রাখে এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতার অনুভূতি দেয়। খরচ হবে ২০০ টাকা।
মায়ার রোজহিপ অয়েল অ্যাকনে কন্ট্রোল জেল
অ্যাকনে কন্ট্রোল জেল বাজারে এনেছে বাংলাদেশি বিউটি ব্র্যান্ড মায়া। রোজহিপ সিড এক্সট্র্যাক্ট সমৃদ্ধ এই ফর্মুলা ত্বকের তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ফলে ব্রণ ও ব্রেকআউট প্রতিরোধে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ায় ক্ষত সারানোর পাশাপাশি ত্বক সতেজ রাখতেও উপকারী। হালকা ও নন-গ্রেসি টেক্সচারের কারণে এটি দ্রুত শোষিত হয়। পোরস বন্ধ করে না। ত্বককে পর্যাপ্ত হাইড্রেশন দেয়। তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী। নিয়মিত ব্যবহারে লালচে ভাব ও দাগ কমিয়ে আনতে ভূমিকা রাখে। স্কিন টোন ও টেক্সচার মসৃণ হয়। উচ্চমাত্রার লিনোলিক অ্যাসিড ত্বকের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে দীর্ঘ সময় ত্বককে অয়েল ফ্রি রাখে। ফ্রেশ লুক বজায় রাখতে সহায়তা করে। কেনা যাবে ২৩০ টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
