বুলেটিন
এফডিএর নতুন সানস্ক্রিন ফিল্টার
আমেরিকার সানস্ক্রিন বাজারে দীর্ঘদিন ধরে নতুন উদ্ভাবনের অভাব ছিল। কারণ, সে দেশে সানস্ক্রিনকে কসমেটিকের বদলে ওভার-দ্য-কাউন্টার ড্রাগ বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কঠোর পরীক্ষার মাধ্যমে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সংস্থাটি নতুন সক্রিয় উপাদান বেমোট্রিজিনল (বিইএমটি) অনুমোদনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা ১৯৯৯ সালের পর প্রথম বড় সানস্ক্রিন অনুমোদন দেবে। এফডিএ জানায়, বিইএমটি আলট্রাভায়োলেট এ ও বি রশ্মি থেকে সুরক্ষা দেয়। ফলে ত্বকে ক্ষতিকর বেগুনি রশ্মির শোষণ কম হয়; জ্বালাপোড়া বা প্রতিক্রিয়া তৈরি করে না। অনুমোদন পেলে এটি ছয় মাস বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ ও কার্যকরী হিসেবে সুপারিশ করা হবে। এফডিএ কমিশনার মার্টি মাকারি বলেন, ‘আমেরিকানরা বৈশ্বিক বাজারের তুলনায় কম বিকল্পের মুখোমুখি হচ্ছেন। আমরা সানস্ক্রিন এবং অন্যান্য ওভার-দ্য-কাউন্টার ড্রাগকে আধুনিকীকরণের চেষ্টা চালাচ্ছি।’
পাল্প ইন অ্যাকশনের প্যাকেজিং উদ্ভাবন
প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনর্ব্যবহারের উপযোগী এবং যথাযোগ্য কসমেটিক প্যাকেজিং তৈরি করতে প্রথম কার্যকর ফল প্রকাশ করেছে পাল্প ইন অ্যাকশন। এটি আন্তর্জাতিক সহযোগী উদ্যোগ, যেখানে ৫০টি সদস্য সংস্থার যৌথ প্রচেষ্টায় কর্মযজ্ঞ চলেছে তিন বছরের বেশি সময় ধরে। তৈরি পাল্প ইন উদ্ভাবিত হয়েছে জলরোধী কাগজের শাওয়ার জেল টিউবে। ৫০০ মিলি সেলুলোজ ফাইবার ইকো-রিফিল এবং ৮৫ শতাংশ কাগজে তৈরি রিফিল কাপ ও স্যাম্পল স্যাশে। এই কনসোর্টিয়ামের সদস্যরা প্রতিযোগিতামূলক পরিবেশে তাদের দক্ষতা, পরীক্ষা ও সম্পদ ভাগ করে প্রযুক্তিগত সমস্যার সমাধান করেছেন। গ্যাসকোনিয়া ফ্লেক্সিবলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার ক্লিমেন্স মাজেরনের বক্তব্যে জানা যায়, সেলুলোজ ফাইবারকে টু-ডি শিট থেকে থ্রি-ডি কার্যকর প্যাকেজিংয়ে রূপান্তর সম্ভব। আগামীতে এই আবিষ্কার সৌন্দর্যপণ্যগুলোর প্যাকেজিংয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
শ্যানেলের গ্লোবাল বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিটিএসের জংকুক
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ বিটিএসের প্রধান গায়ক জংকুককে ফ্র্যাগরেন্স ও বিউটি বিভাগের গ্লোবাল অ্যাম্বাসেডর ঘোষণা করেছে শ্যানেল। ফরাসি লাক্সারি ব্র্যান্ডটির এই সিদ্ধান্তের পক্ষে মতামত পাওয়া যায় অন্তর্জালে। ব্র্যান্ডের বয়ানে জানা যায়, জংকুকের সৃজনশীল প্রভাব এবং বৈশ্বিক দর্শকের সঙ্গে যোগাযোগের ক্ষমতা এই পদে তাকে উপযুক্ত করে তোলে। এই বিটিএস তারকা নিজেও বলেন, ‘শ্যানেল একটি প্রগতিশীল হাউস, যা তার যুগান্তকারী ঐতিহ্যকে রক্ষা এবং আধুনিকতার সঙ্গে নিজেকে পুনরায় আবিষ্কার করে। আমি একজন শিল্পী হিসেবে নিজস্ব স্টাইল বজায় রাখার চেষ্টা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি। তাই শ্যানেলের ফ্র্যাগরেন্স ও বিউটির সঙ্গে এই অংশীদারত্ব আমার জন্য বিশেষ অর্থবহ।’ ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রকাশ করেছে শ্যানেল। জংকুকের দাপুটে কণ্ঠ, নিখুঁত পারফরম্যান্স এবং সৃজনশীলতা তাকে তার প্রজন্মের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। এই নতুন পদক্ষেপ তার ফ্যাশন ও বিউটি জগতের প্রভাবকে আরও প্রসারিত করবে বলে আশা শ্যানেলের।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
