ঢাকার অভিজাত রুফটপ ডাইনিং ও ইভেন্ট ভেন্যুর তালিকায় যুক্ত হলো নতুন নাম– ক্লাউড কোর্টইয়ার্ড। গুলশান-বাড্ডা লিংক রোডের টিএ-৯৭ নম্বর ঠিকানায় অবস্থিত এই রুফটপ রেস্তোরাঁ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এটি প্রিমিয়াম ডাইনিং ও সামাজিক আয়োজনের ক্ষেত্রে একটি দারুণ ভেন্যু বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গুলশান-১, গুলশান-২ ও প্রগতি সরণি থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত ক্লাউড কোর্টইয়ার্ডে একসঙ্গে ১০০ জনেরও বেশি অতিথি ধারনের সক্ষমতা রয়েছে।
করপোরেট মিটিং, ব্যবসায়িক লাঞ্চ ও ডিনার, প্রি ও পোস্ট ওয়েডিং অনুষ্ঠান, জন্মদিন, বার্ষিকীসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনের জন্য এটি একটি আধুনিক, বহুমুখী ও সুবিধাজনক ভেন্যু।

আধুনিক ও মার্জিত নকশা, খোলা আকাশের মনোরম দৃশ্য, উষ্ণ আতিথেয়তা এবং খাঁটি লাইভ কাবাব ও গ্রিল অভিজ্ঞতা– সব মিলিয়ে ক্লাউড কোর্টইয়ার্ড অতিথিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য রুফটপ অভিজ্ঞতা। এখানে স্বাদ, সৌন্দর্য ও আকাশ মিলেমিশে তৈরি করে স্মরণীয় মুহূর্ত।
ক্লাউড কোর্টইয়ার্ড ঢাকার ডাইনিং ও ইভেন্ট জগতে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
- ক্যানভাস অনলাইন
ছবি: ক্লাউড কোর্টইয়ার্ড-এর সৌজন্যে

