একঝলক
অপূর্বর ফ্যাশন ব্র্যান্ড আর্ময়ার
অভিনয়ের পাশাপাশি জিয়াউল ফারুক অপূর্ব এখন ব্যবসায়ও মন দিয়েছেন। বছর দুই আগে শুরু করেছিলেন রেস্টুরেন্ট ব্যবসা। এবার তিনি পোশাকের ব্যবসায় হাত দিয়েছেন।
১ জুন অপূর্ব উদ্বোধন করেছেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘আর্ময়ার’। তিনি বলেন, ‘সাধারণত অনেক বেশি কস্টিউমের প্রয়োজন হয় আমার। বেশ ঘোরাঘুরি করে কিনতে হয় আমাকে। দেখা যায় ৪০/৫০টি টি-শার্ট দেখার পর একটি পছন্দ হয়। তাই হঠাৎ মনে হয়েছে এভাবে ঘোরাঘুরি করে টি-শার্ট কেনার চেয়ে নিজেই যদি একটা টি-শার্টের ব্র্যান্ড দিয়ে দিই, তাহলে কেমন হয়।’
আর্টের বর্ষা
বর্ষার আবহাওয়া মাথায় রেখে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক নিয়ে এসেছে আর্ট। মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ে প্রাধান্য পেয়েছে সম্পূর্ণ সুতি কাপড়। তারুণ্যের চাহিদা গুরুত্ব দিয়ে বিভিন্ন হালকা রঙে পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। বর্ষার এই কালেকশনে রয়েছে নতুন ডিজাইনের হাফ হাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি। এ ছাড়া আর্ট বাচ্চাদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক।
টি-শার্টে বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ নিয়ে এসেছে জার্সি টি-শার্ট। আরামদায়ক সুতি কাপড়ের টি-শার্টগুলোতে থাকছে প্রিয় দলের পতাকার রঙ।
টি-শার্টগুলোয় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পতাকা। রাইজের সব আউটলেট থেকে এগুলো কেনা যাবে। প্রতিটির দাম ৫৯৫ টাকায়।
এমবিএ ও এসিআইয়ের চুক্তি
বাংলাদেশের মাল্টি-কনজ্যুমার ব্র্যান্ড এসিআই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মিডিয়া এজেন্সি গ্রুপ-এম-এর অঙ্গপ্রতিষ্ঠান এমবিএর সঙ্গে চুক্তিবদ্ধ হলো। এরই ভিত্তিতে এসিআইয়ের বেশ কিছু পণ্যের মিডিয়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এমবিএ।
সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমীন, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাহিদ নেওয়াজ এবং গ্রুপ-এম-এর ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম, এমবিএর অ্যাসোসিয়েট ডিরেক্টর রাহাত সোহেল অনন্যা প্রমুখ।