গভীর স্ট্রোক আর উজ্জ্বল সব রঙে জীবনকে পর্যবেক্ষণ করেছিলেন চিত্রকলার ইতিহাসের কিংবদন্তি ভ্যান গঘ। রঙ আর আঁচড়ের নিজের সৃজনের চিরসজীব ছাপ রেখেছেন। আর সেই সব ইম্প্রেশন আর ইম্প্রেশনিস্ট চিত্রসম্ভারকে মানুষের নিত্যযাপনের সঙ্গে সঙ্গী করে তুললো আমস্টারডামের ভ্যান গঘের মিউজিয়াম। ফ্যাশনের সঙ্গে যুক্ত করা হয়েছে ভ্যান গঘের ইম্প্রেশনিস্ট সব ছবিকে। টি-শার্ট ও থেকে স্নিকার- এ সবকিছুতেই যুক্ত করা হয়েছে ভ্যান গঘের বিখ্যাত সব ছবি। স্কাল, আলমন্ড ব্লোসম, সানফ্লাওয়ারসসহ বিভিন্ন ছবি যুক্ত করে পোশাক ও জুতাকে ইম্প্রেশনিস্ট চেহারা দিয়েছে ভ্যান গঘ মিউজিয়াম।
ভ্যান গঘ মিউজিয়ামের ম্যানেজিং ডিরেক্টর আদারিয়ান দোন্সজেলমানের কথায়, ‘ভ্যান গঘ মিউজিয়াম মহান এই শিল্পীর জীবন ও কাজকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে এই ভ্যান-এক্স কালেকশন নিয়ে এসেছি আমরা।’ এই গঘ-ফ্যাশন চালু করার ব্যাপারে ভ্যান গঘ মিউজিয়ামের সঙ্গে রয়েছে ‘অব দ্য ওয়ার্ল্ড’। এই প্রতিষ্ঠানটিই গঘের শিল্পকলা নিয়ে কাজ করে থাকে। মিউজিয়ামের তরফে আরও জানানো হয়েছে, যত বেশি সম্ভব মানুষ যাতে এই ভ্যান-এক্স ফ্যাশন কালেকশনে অংশ নিতে পারে, সেই ব্যাপারে মিউজিয়াম সাধ্যমতো চেষ্টা করছে। এই উদ্যোগ থেকে যা আয় হবে, তার একটা বড় অংশ ভ্যান গঘের কাজগুলো সংরক্ষণে ব্যয় হবে।