সারা দিন ক্লান্তি কাটিয়ে, শরীর ঝরঝরে করে তুলতে গোসলের জুড়ি মেলা ভার। সঙ্গে সারা শরীরের ত্বক পরিষ্কার করে জৌলুশ ধরে রাখতেও জরুরি গোসল। সে জন্য জানা দরকার, গোসলের আগে ও পরে কী করণীয়। গোসলের আগে হাতে, পায়ে ও সারা শরীরে আমন্ড বা অলিভ অয়েল ম্যাসাজ করে নিতে পারেন। তেল ম্যাসাজ করলে ত্বকের ময়শ্চার ব্যালান্সড থাকবে, ত্বক থাকবে নরম। এ ছাড়া পছন্দসই কোনো ব্র্যান্ডের ভালো বডি অয়েলও ব্যবহার করে দেখতে পারেন। সরিষা কিংবা নারকেল তেলও কিন্তু ত্বকের জন্য দারুণ। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এগুলো সহজেই বাড়িতে মিলে যায়। তবে যে তেলই ব্যবহার করুন না কেন, ম্যাসাজ করার আগে একটু গরম করে নেবেন। শরীরে তেল মেখে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। তারপর দশ মিনিট অপেক্ষার পর গোসল করতে হবে। এতে ত্বকের রুক্ষতা দূর হবে, ত্বক হবে নরম ও কোমল। গোসলের সময় মাইল্ড গ্লিসারিন সাবান বা শাওয়ার জেল ব্যবহার করতে পারেন। গোসলের পরপরই বডি লোশন বা ক্রিম মেখে নিন। কারণ, ত্বক ভেজা থাকতে থাকতে লোশন মাখলে ত্বক তা সহজেই শুষে নেয়। ত্বকের ময়শ্চার বজায় থাকে। ফলে ত্বক দেখায় নরম, মসৃণ ও উজ্জ্বল।
Related Projects
দুর্গোৎসবে রঙ বাংলাদেশ
- September 12, 2024
বৈচিত্র্যময় থিম বা মোটিফের আলোকে কাজ করার ধারাবাহিকতায় এবার আঙ্করভাট মন্দির চত্বরের নানান ডিজাইন বা স্থাপনা দিয়ে সাজানো হয়েছে এই কালেকশনের পোশাকগুলো। আঙ্করভাট ছাড়াও রয়েছে আলপনা, টেরাকোটা, পদ্মফুল, পূজার মন্ত্র ও নানান অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষণীয় ও নান্দনিক
প্যারিস ফ্যাশন উইক মাতাতে প্রস্তুত ‘দেশি গার্ল’ তিফা
- September 14, 2023
তৌহিদা তাসনিম তিফা। বাংলাদেশি প্রতিশ্রুতিশীল…
আসছে সাই-ফাই থ্রিলার ‘ম্যাড ম্যাক্স’
- May 23, 2024
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকেরা টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন