সেলিব্রিটি স্টাইল I চর্চায় পূজা চেরী
মধ্য বৈশাখের এক গনগনে দিনে দেখা তার সঙ্গে। গরমজনিত ক্লান্তির ছিটেফোঁটা ছাপও নেই চোখে-মুখে। বরং রয়েছে এক স্বাভাবিক স্নিগ্ধতা। ঠিক একই রকম অনুভূত হয় পূজা চেরীর অভিনয় দেখলেও। পর্দায় সাবলীল সুন্দর উপস্থাপনায় মুগ্ধ করার কৌশল আয়ত্ত করেছেন ছোটবেলাতেই। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন টিভিসি, টেলিফিল্ম এমনকি চলচ্চিত্রেও। তাই নায়িকা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে খুব একটা অসুবিধায় পড়েননি পূজা। বরং ক্রমশ ঊর্ধ্বমুখী ক্যারিয়ারগ্রাফ দিয়ে অধিকার করে নিয়েছেন নতুন প্রজন্মের প্রথম সারির নায়িকার স্থান। তার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে জানা-অজানা মজার সব তথ্য। তুলে ধরা হলো সেই ফিরিস্তির অংশবিশেষ
প্রিয় পোশাক?
শাড়ি।
প্রিয় রঙ?
গোলাপি।
প্রথম ক্রাশ?
একসঙ্গে অনেকগুলো। তাই নির্দিষ্ট নাম বলতে পারছি না। হা হা হা।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার রিউমার?
অভিনেতা সিয়ামের বিয়ের খবরে নাকি আমি একগাদা ঘুমের ট্যাবলেট গিলে ফেলেছিলাম। একদম যাচ্ছেতাই!
ব্র্যান্ডপ্রীতি আছে? থাকলে প্রিয় ব্র্যান্ড কোনটা?
না, তা নেই। আমাকে যেটাতে সুন্দর দেখায়, পরার জন্য আমি সেটাই বেছে নিই।
অপ্রকাশ্য প্রতিভা?
আমার বাবা, মা আর ভাইয়ের মতে আমি চমৎকার কবিতা লিখি।
প্রিয় ভ্রমণের জায়গা?
ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তাই এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি, সব কটিই আমার প্রিয়।
ব্যাগে কী থাকে সব সময়?
পারফিউম।
গিল্টি প্লেজার?
নেভার রিগ্রেটেড এনিথিং।
আপনার শখ?
অভিনয়, নাচ, মার্শাল আর্ট, মোটরসাইকেল চালানো। তালিকাটা অনেক বড়। হা হা হা।
প্রিয় অভিনেতা, অভিনেত্রী?
অভিনেত্রী সুচিত্রা সেন আর শাবনূর ম্যাম। অভিনেতা সালমান শাহ।
কোন ধরনের সিনেমা ভালো লাগে? প্রিয় সিনেমা?
আর্ট ফিল্ম থেকে বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা— সবই আমার পছন্দ। সুচিত্রা সেন অভিনীত সাত পাকে বাঁধা আমার খুব পছন্দের সিনেমা।
প্রিয় গায়ক-গায়িকা?
ইমরান ভাইয়া আর কনা আপু। আর দ্য এভারগ্রিন রুনা লায়লা ম্যাম।
আপনি কি আবেগপ্রবণ?
অনেক। মা বকা দিলে তেমন কিছু না হলেও বাবার বকায় আমার কান্না কোনোভাবেই ঠেকানো যায় না।
আইডল?
সুচিত্রা সেন।
ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
অভিনেত্রী।
ফ্রিজে সব সময় কী থাকে?
আইসক্রিম।
বাসার সবচেয়ে পছন্দের বিষয়?
আমার ছোট্ট বিড়াল ওরিও।
পছন্দের শব্দ?
ওএমজি। হা হা হা।
তিনজন মানুষকে যদি ব্যাগে পুরে নিয়ে সব সময় কাছে রাখতে চান, তারা কারা হবেন?
আমার বাবা, মা আর ভাই।
আপনার সৌন্দর্যের রহস্য?
ওএমজি। বলা যাবে না। ওটা রহস্যই থাক। হা হা হা।
প্রতিদিনকার রূপচর্চায় কোন জিনিসটা করতে একদমই ভুল করেন না?
চুলে তেল দিতে। কখনো কখনো তো মুখেও তেল মেখে বসে থাকি। ত্বক আর চুল— দুটোই ভালো থাকে।
এখন আপনার পোস্টার হয়তো অনেকেরই ঘরে থাকে। নিজের ঘরে কার পোস্টার ছিল?
ছোটবেলায় মায়ের মাধ্যমে, তাঁর কাছ থেকে জেনে-শুনে সুচিত্রা সেনের দারুণ ভক্ত হয়ে উঠি আমি। তার প্রচুর পোস্টার ছিল আমার বাসায়।
আপনার কাজের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের?
অভিনয়ের সঙ্গে সম্পর্কিত সবকিছুই আমার পছন্দ। লাইট, ক্যামেরা, অ্যাকশন, কাট থেকে নায়কের সঙ্গে রোমান্টিক সিন— সবই। হা হা হা।
কার সঙ্গে রোমান্টিক সিনে অভিনয় করতে চান?
সুশান্ত সিং রাজপুত। তাকে খুব কিউট লাগে।
আজ থেকে দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
সেটা দশ বছর বাদেই দেখা যাবে। আমি বর্তমান নিয়ে ভাবছি।
জাহেরা শিরীন
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন