লুকস I রূপং দেহি
চারটি ভিন্ন সাজে শারদীয় নারী। উৎসবের বৈচিত্র্য সঞ্চারের জন্য। ষষ্ঠী থেকে দশমীÑ এ দিনগুলোয় আত্মনিবেদন, আনন্দ আর প্রশান্তির বার্তা সাজপোশাকে প্রকাশিত। দিবস-রজনীজুড়ে
মডেল: শিলা ও মায়িশা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: বিশ্বরঙ
ছবি: সৈয়দ অয়ন
পুষ্পলগ্না
শিউলি-ঝরা শারদ প্রভাতে সনাতনী সাজে পূজা প্রাঙ্গণে প্রাণময় উপস্থিতি। রূপসজ্জায় ঈশ্বরী ভাব। পুষ্পাঞ্জলিতে মৃন্ময়ী দেবী হয়ে ওঠেন স্নিগ্ধ মানবী।
গৌরীশ্রী
আকাশের নীলে শুভ্র মেঘ। শিউলিশোভিত উঠানে ফুটে উঠছে উষার নরম আলো। এই আবহে নিজেকে মেলে ধরার পালা। সাজে সেই স্পন্দন।
মায়ানিশি
শারদ সন্ধ্যার রূপসী। তারই মাধুর্যে প্রতিভাত হয় উৎসবের আলো। মায়াময়, প্রশান্তিকর।
শাশ্বতী
যত নতুন হোক, বাঙালি নারীর রূপ সাবেকিয়ানায় চিরন্তন। কাজলচর্চিত চাউনি, কপালে চিরায়ত টিপ, ঢেউখেলানো খোলা চুলÑ শারদীয় স্টেটমেন্ট।