সেলিব্রিটি স্টাইল I অতঃপর অপর্ণা
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরাদের একজন হওয়ার মধ্য দিয়ে তার গ্ল্যামার জীবনের শুরু। এরপর রুপালি পর্দায়। ছোট কিংবা বড়- এই মাপজোখে আটকে না থেকে অভিনয়গুণেই ঋদ্ধ হতে চান অপর্ণা। পর্দার বাইরে কেমন এই অভিনেত্রী? জানাতে মুখোমুখি জাহেরা শিরীন
অবসরে কী করেন, অপর্ণা?
ঘুমাই।
আপনার করা সবচেয়ে পছন্দের চরিত্র?
অনেক আছে। তবে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রের ‘রেবেকা’ চরিত্রটা আমার সবচেয়ে পছন্দ।
ঢাকার সবচেয়ে পছন্দের ব্যাপার?
রাত। ভিড় কম থাকে যে!
চট্টগ্রামের সবচেয়ে পছন্দের ব্যাপার?
একদম সব। এভরিথিং!!!
নিজের কেনা সবচেয়ে পছন্দের জিনিস?
আমার ঘড়ি।
প্রথম কাজ?
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর প্রথম নাটক।
প্রথম উপার্জন?
চট্টগ্রামে। সিটিভিতে মঞ্চনাটকে কাজ করে। ৩০০ টাকার সেই চেকটা এখনো ভাঙাইনি। হা…হা…হা…।
যদি খেলোয়াড় হতেন, কী খেলতেন?
ক্রিকেট… অথবা ব্যাডমিন্টন।
নতুন করে কী শিখতে চান?
অভিনয়।
কিসে ভয় পান?
ভয় পাই কম। তবে মাঝেমধ্যে মানুষ ভয় পাই।
কিসে রাগ হয়?
রাগটা কম হয় আমার। কিন্তু কেউ গায়ে পড়ে কিছু করতে চাইলে বিরক্তিটা বাড়ে।
প্রিয় ফুল?
দোলনচাঁপা।
পছন্দের খাবার?
এ ব্যাপারে আমার জিভ খুব লম্বা। সব ধরনের খাবার খেতে পছন্দ করি আমি।
জীবনের প্রথম কিছু মুহূর্ত, যা স্মৃতিতে গেঁথে আছে?
আমার জন্ম রাঙামাটিতে। সেই বাসা, সেখানকার স্কুল- সেগুলোই আমার প্রথম স্মৃতি।
কারও কাছ থেকে পাওয়া সবচেয়ে পছন্দের উপদেশ?
বাবার কাছ থেকে। মানুষ হও।
কিশোরী অপর্ণাকে কী উপদেশ দিতে চান?
চঞ্চলতা কমাও আর বাবা-মায়ের কথা শোনো। হা…হা…হা…।
ফেবারিট বিউটি ট্রিক?
ঘুম।
ব্লো ড্রাই, কার্ল না স্ট্রেইট চুল- কোনটা পছন্দের?
ব্লো ড্রাই ভালো লাগে। কিন্তু স্ট্রেইট করা হয় বেশি।
মাস্ট হ্যাভ বিউটি প্রডাক্ট?
সানস্ক্রিন, লিপস্টিক আর মাসকারা।
রেগুলার বিউটি রুটিনে কী করা হয়?
তেমন কিছুই না। কিন্তু নিয়ম মেনে ম্যানিকিউর আর পেডিকিউর করাই।
একটা নাটক, যা বারবার দেখতে চাইবেন?
‘কোথাও কেউ নেই’।
জীবনের সেরা সারপ্রাইজ?
জাতীয় পুরস্কার পাওয়া।
এ বছর আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা?
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়া।
পছন্দের সহশিল্পী?
জন কবীর, আফরান নিশো আর তারিক আনাম খান।
প্রথম ক্রাশ?
আমিন স্যার। আমার স্কুলশিক্ষক। উনিও জানেন ব্যাপারটা। হা…হা…হা…।
পছন্দের ঋতু?
শীতকাল।
আপনার রাশি?
তুলা। তবে মাঝেমধ্যে বৃশ্চিক ভর করে। হা…হা…হা…।
প্রেম করতে চান কার সঙ্গে?
অবশ্যই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে।
আপনার সৌন্দর্যের রহস্য?
কোনো রহস্য নাই।
একটা মিথ্যা বলেন?
আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হা…হা…হা…।
আইডল?
আমার বাবা।
দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
যেভাবে আছি, ঠিক সেভাবেই।
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: বাটারফ্লাই বাই সাগুফতা
আর্ট ডিরেকশন: দিদারুল দিপু
ছবি: সৈয়দ অয়ন