বুলেটিন
বিউটিব্লেন্ডারের মেকআপ ব্রাশ
বিউটি অ্যাওয়ার্ডজয়ী মেকআপ স্পঞ্জ কোম্পানি বিউটিব্লেন্ডার। যা বাজারে আসার পর ত্বকে বেজ মেকআপ মাখার ধরনই পাল্টে যায়। এত দিন শুধু স্পঞ্জ তৈরি করলেও এখন সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসছে কোম্পানিটি। মেকআপ ব্রাশ মিলবে এখন বিউটি ব্লেন্ডারের। একই সঙ্গে মেকআপ মাখার উপযোগী এবং ত্বকচর্চায় ব্যবহারযোগ্য এগুলো। ‘দ্য ডিটেইলারস’ নামের এ কালেকশনে থাকছে পাঁচটি ভিন্ন ব্রাশ। ক্রুয়েলটি ফ্রি, ভেগান ব্রিসলের ব্রাশগুলোর মধ্যে তিনটি ডুয়েল এন্ডেড। সবচেয়ে বড় ব্রাশটির নাম ‘বিগ বস’। পাউডার ফর্মুলার প্রডাক্ট দিয়ে ত্বকে কোমল এয়ারব্রাশ ফিনিশ দিতে দারুণ এটি। ‘শেডি লেডি’ হচ্ছে আইশ্যাডো ব্রাশ আর কুলিং আই রোলারের অভিনব জোড়। ‘হাই রোলার’মূলত ক্রিস ব্রাশ। সঙ্গে থাকছে কুলিং রোলার। ‘উইং ম্যান’-এর কাজ পারফেক্ট উইংড কিংবা ক্যাট আই লাইন তৈরি। আর ‘দ্য প্লেয়ার’ তৈরি হয়েছে ব্রাও-এর জন্য। পাঁচটি ব্রাশের পুরো সেটের জন্য খরচ হবে ১৩৩ ডলার। আর আলাদা করেও কেনার ব্যবস্থা থাকছে বিউটি ব্লেন্ডারের অফিশিয়াল সাইট থেকে।
মিঙ্ক, দ্য মেকআপ প্রিন্টার
সৌন্দর্যে প্রযুক্তির অন্তর্ভুক্তি অনেক দিনের। এরই ধারায় নতুন সংযোজন ‘দ্য মিঙ্ক’। জাদুর বাক্সের মতো দেখতে এ ডিভাইসের কার্যকারিতাও জাদুকরি। মূলত থ্রিডি পোর্টেবল মেকআপ প্রিন্টার এটি। যার মাধ্যমে প্রিন্ট হয় ব্যবহারের উপযোগী মেকআপ। একদম সত্যি শুনছেন! মেকআপই প্রিন্ট হয়ে বেরোবে। এর সহপ্রতিষ্ঠাতা এবং সিইও গ্রেস চই মূলত মেকআপ আর ইঙ্কের মিশেলে প্রিন্টারটির নাম দিয়েছেন মিঙ্ক। ২০১৪ সালে ‘টেকক্রাঞ্চ ডিসরাপ্ট’কনফারেন্সে প্রথম প্রদর্শিত হয় এটি। আসছে ২০২০ সালে প্রিন্টারটি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন তারা। প্রথমে মিঙ্ক অ্যাপ ডিভাইসে ডাউনলোড করে নিতে হবে। ওয়েব, ক্যামেরা কিংবা ইনস্টাগ্রাম থেকে বেছে নিতে হবে পছন্দসই মেকআপের ছবি। অ্যাপের মাধ্যমে ইমেজ ইমপোর্ট করে, মিঙ্ক মেকআপ শিট পুরে দিতে হবে প্রিন্টারের ট্রেতে। ১৫ সেকেন্ডেই মিলবে কাঙ্ক্ষিত রঙের মেকআপ, মুখে মাখার উপযোগী হয়ে। ১৬.৭ মিলিয়ন রঙের প্রিন্ট করতে পারে মিঙ্ক। প্রতিটি এফডিএ অনুমোদিত হওয়ায় ত্বকের ক্ষতির আশঙ্কা থাকছে না একদমই। ৩৯৫ ডলার খরচ করলেই পাওয়া যাবে সহজে বহনযোগ্য দারুণ এ মেকআপ ম্যাজিক বক্স।
কিম আর উইনির জোড়
কেকেডব্লিউ বিউটি। প্রতিবছর প্রায় ১০০ মিলিয়ন ডলারের মেকআপ বিক্রি করে কিম কার্দাশিয়ান ওয়েস্টের এই কসমেটিকস কোম্পানি। কারণ, প্রতিবারই ক্রেতাদের জন্য থাকে দারুণ সব চমক। সম্প্রতি নতুন কালেকশনের ঘোষণা এসেছে কোম্পানিটির তরফ থেকে। থাকছে চমকও। এবারের কোলাবরেশন ভিক্টোরিয়া সিক্রেটের অ্যাঞ্জেল খ্যাত উইনি হারলোর সঙ্গে। কানাডিয়ান এ মডেল অনেক বছর ধরে কাজ করছেন ‘ভিটিলিগো’ নিয়ে। আর কিমের মতে ভিটিলিগো-আক্রান্ত এ সুপার মডেল সৌন্দর্যের অকৃত্রিম রূপ। তাই তাকে নিয়ে কোলাবরেশনের সিদ্ধান্ত। কালেকশনে থাকছে ১২টি প্যান আইশ্যাডো সংবলিত একটি প্যালেট। লাইট ও ডিপ পিগমেন্টের একটি ডুয়ো হাইলাইটার। থাকছে তিনটি শেডের গ্লিটার ইনফিউজড লিপ গ্লস। পুরো কালেকশন বিকোবে ১৪২ ডলারে। তবে আলাদা করে কেনার সুযোগ থাকছে প্রতিটি মেকআপ প্রডাক্ট।