ফটো ফিচার I ওয়েডিং পোর্ট্রেট
বিয়ের ছবির আবেদন দিন দিন বেড়েই চলছে। যোগ হচ্ছে উপস্থাপনার নতুন কৌশল ও ধারা। এ জন্য ফটোগ্রাফারদের প্রতিনিয়ত চালাতে হয় নানা নিরীক্ষা। অনেকে চান বিয়ের অ্যালবামটি প্রতিদিন উল্টে দেখতে। তাই ছবিগুলোও হতে হবে জীবন্ত ও আনন্দদায়ক। কনের বিশেষ মুহূর্তগুলো ধরে রাখতে পোর্ট্রেেটর বিকল্প নেই। ব্রাইডাল ফটোগ্রাফিতে এর বিশেষ কদর রয়েছে। ওয়েডিং ফটোগ্রাফার আতা আদনান বলেন, ‘ক্যামেরার মাধ্যমে কারও ব্যক্তিত্ব তুলে ধরতে পোর্ট্রেটের বিকল্প নেই। কথা যদি হয় ব্রাইডাল ফটোগ্রাফি নিয়ে, তাহলে বলতে হয় পুরো বিয়ের অনুষ্ঠানে ব্রাইডকে অনেক ইমোশনাল মোমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। সেই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে পোর্ট্রটে তুলনাহীন। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অভিজাত ব্রাইডদের ক্ষেত্রে সৌন্দর্য প্রকাশের পাশাপাশি তাদের আভিজাত্য তুলে ধরাটাও জরুরি।
ছবি:ড্রিম ওয়েভার, আতা মোহাম্মদ আদনান ও কে নাসিফ ফটোগ্রাফি