বিউটি বক্স
চোখের তারায়
ডব্লিউ সেভেন ব্র্যান্ডের আই সুদিং জেল মাস্ক স্টার গেজিং। স্ট্রেস দূর করার সঙ্গে চোখের ফোলা ক্লান্ত ভাব সারাতে দারুণ। জেল ফিলিং দেওয়া মাস্কটি গরম কিংবা ঠান্ডা—দুভাবেই ব্যবহারের উপযোগী। স্বাচ্ছ্যন্দের উপর নির্ভর করে যা বেছে নেওয়া যায়। ঠান্ডা ব্যবহার করতে চাইলে মাস্কটি দু-তিন ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। আর গরম চাইলে মাইক্রোওয়েভ করে নিতে হবে ১০-১৫ সেকেন্ডের জন্য। তবে ব্যবহারের আগে বেশি গরম কি না, তা দেখে নেওয়া জরুরি। চোখে রাখতে হবে বিশ মিনিট। দাম পড়বে ৬৮০ টাকা।
হীরকোজ্জ্বল
গ্লো অন দ্য গো—ট্যাগলাইনে বাজারে মিলছে ন্যাচারা বিসে ব্র্যান্ডের ডায়মন্ড মিস্ট। ত্বকে চটজলদি স্বাস্থ্যোজ্জ্বল আভা আনতে দারুণ। আর্দ্রতায় পরিপূর্ণ ল্যাভেন্ডার সেন্টেড এ মিস্ট প্রয়োজনীয় পরিপুষ্টির জোগান দেয়। সুরক্ষিত রাখে, রাখে সতেজ। আর্টেমিয়া স্যালিনা সমৃদ্ধ হওয়ায় সেলুলার মেটাবলিজমকে উদ্দীপ্ত করে, জোগায় শক্তি। মেকআপের প্রস্তুতিতে ব্যবহার করা যায়। সেটিংয়েও সাহায্য করে। দাম ৮০০০ টাকা।
শেভিংয়ে শীতল
সতেজ মেনথল সুগন্ধযুক্ত শেভিং জেল বাজারে নিয়ে এসেছে বডি শপ। ত্বককে আরামদায়ক, ঠান্ডা অনুভূতি দেওয়ার সঙ্গে সঙ্গে করে তোলে কোমল। এতে আছে পেরু থেকে সংগৃহীত মাকা রুটের নির্যাস আর মেক্সিকোর অর্গানিক অ্যালোভেরা। শতভাগ ভেগান এ শেভিং জেল শেভের পর ত্বকের লালচে ভাব আর জ্বালাপোড়া দূর করতে সক্ষম। দাম ১১৫০ টাকা।
দাড়িদুরস্ত
ল’রিয়েল মেন এক্সপার্ট রেঞ্জের বার্বার ক্লাব শর্ট বিয়ার্ড অ্যান্ড স্কিন ময়শ্চারাইজার মিলছে বাজারে; যা বিশেষভাবে তৈরি হয়েছে দাড়ি এবং ফেশিয়াল হেয়ার আছে এমন পুরুষদের জন্য। বিভিন্ন ধরনের ন্যাচারাল এসেনশিয়াল যুক্ত এ ময়শ্চারাইজার প্রতিদিন ব্যবহার করা যায়। শুধু দাড়িই নয়, এতে ঢেকে থাকা ত্বকের যত্নেও দারুণ কার্যকর। এটা চুলকানি দূর করে দাড়িকে নমনীয় রাখতে সাহায্য করে। ফলে অস্বস্তি থেকে নিস্তার মেলে। আর ত্বক থাকে আর্দ্র, কিন্তু চটচটে ভাব ছাড়াই। সিলিকন, প্যারাবেন আর কোনো ধরনের কালারেন্টমুক্ত এ ময়শ্চারাইজের জন্য খরচ পড়বে ১২০০ টাকা।