ফরহিম I পুরুষসুন্দর
সুন্দর হয়ে ওঠার জন্য ছেলেদেরও দরকার বিচিত্র ডিভাইস। কেননা তাদেরও চাই ক্লিনজিং, এক্সফোলিয়েশন, ট্রিমিংসহ নানান পরিচর্যা
ছেলেরাও ব্যবহার করতে পারে বিউটি টুল। এটা নতুন কোনো তথ্য নয়। কারণ, ট্রিমার কিংবা শেভিংয়ের সরঞ্জামাদিও এর অন্তর্ভুক্ত। তবে যত সময় যাচ্ছে, ছেলেদের বিউটি টুলে সংযোজিত হচ্ছে আরও অনেক কিছু।
ফেস ক্লিনজিং ডিভাইস
ত্বকের ক্লিনজিং এবং এক্সফোলিয়েটিং ডিভাইস। এগুলোকে ফেস ব্রাশও বলা হয়। ত্বক পরিষ্কার করার পাশাপাশি লোমকূপ কমিয়ে আনা, ব্ল্যাকহেড অপসারণ, মরা কোষের সারাই, বলিরেখা কমানো এবং রক্তসঞ্চালন বাড়ানো—ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যোজ্জ্বল চেহারা উপহার দিতে পারে এসব যন্ত্র। এ ছাড়া ত্বককে এমনভাবে প্রস্তুত করে তোলে, যাতে ফেস সিরাম কিংবা ময়শ্চারাইজারের সব গুণ শোষিত হতে পারে। ক্লিনজিং ডিভাইসের ক্ষেত্রে নিউট্রোজেনা স্টার্টার কিট, ল্যাভো ফেসিয়াল ক্লিনজিং ব্রাশ, ওলে ফেসিয়াল ক্লিননিং ব্রাশ, লিবারেক্স সনিক ক্লিনজিং ব্রাশ ইত্যাদি উল্লেখযোগ্য।
আই মাসাজার
এটি চোখের নিচের ত্বক এবং ব্রাওবোনে ব্যবহারের জন্য। এতে দুটো মোড থাকে—পিওর এবং স্পা। চোখের চারপাশের এজিংয়ের প্রাথমিক প্রভাব কিংবা দাগ মুছে ফেলতে পিওর মোড ব্যবহার করা হয়। এটা সাধারণ হাত দিয়ে করা ম্যাসেজের মতোই অনুভূত হয়। অন্যদিকে এজিংয়ের প্রভাব যদি তুলনামূলক গাঢ় হয়, তবে ব্যবহার করতে হবে স্পা মোড। ট্যাপিং এবং পালসিংয়ের মাধ্যমে এটি প্রফেশনাল ট্রিটমেন্টের অনুভূতি দেয়। ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আইলিডে এটা না যায়। এক চোখে টানা সর্বোচ্চ ৩০ সেকেন্ড ব্যবহার করা যাবে। মাসাজারের সঙ্গে নিজের পছন্দের ক্রিম বা সিরাম প্রয়োগ করা যায়। এ ক্ষেত্রে ফোরিও আইরিশ আই মাসাজার উল্লেখযোগ্য।
হেয়ার রিমুভাল ডিভাইস
হেয়ার রিমুভাল ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ; কারণ, মেয়েদের তুলনায় ছেলেদের বডি হেয়ার হওয়ার প্রবণতা বেশি এবং কাজটি খুব সহজ নয়। ওয়েক্সিং খুব বেশি দীর্ঘমেয়াদি সমাধান দেয় না এই সমস্যার। তাই ছেলেদের মধ্যে লেজার হেয়ার রিমুভালের জনপ্রিয়তা বেশি। একটু ব্যয়বহুল হলেও খুব সহজে ঘরে বসেই লম্বা সময়ের জন্য অবাঞ্ছিত বডি হেয়ার থেকে মুক্তি দেয় এগুলো। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত লুমা আরএক্সের ফুল বডি অ্যান্ড ফেস হেয়ার রিমুভাল ডিভাইস। যার মাধ্যমে ৯৫ শতাংশ লোম কমানো সম্ভব। ফের গজানোর আশঙ্কাও কম। এ ছাড়া ডার্মাটোলজিস্টরা ট্রায়া বিউটি হেয়ার রিমুভাল কিট কিংবা রেমিংটন আইলাইট হেয়ার রিমুভাল রেঞ্জের ডিভাইস ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। এগুলো ২ থেকে ৩ বার ব্যবহার করলেই ৯৩ থেকে ৯৪ শতাংশ ফলাফল পাওয়া যায়।
মাইক্রোনিডলিং রিজেনারেশন টুল
যন্ত্রটি স্বাভাবিক কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে সাহায্য করে। এটি ছোট ছোট সুইযুক্ত, যা ম্যাসাজ করা হয়। নির্দিষ্ট সময় ধরে চলা এই প্রক্রিয়াকে মাইক্রোনিডলিং বলে। কাজটি যে খুব আরামদায়ক, তা নয়। কিন্তু তেমন ব্যথাও অনুভূত হয় না। অনেক বেশি এবং ধারালো বিডস যুক্ত স্ক্রাব ব্যবহার করতে যেমন লাগে, ঠিক তেমনই একটা অনুভূতি দেবে এই মাইক্রোনিডল। এর ব্যবহার অ্যান্টিএজিংয়ের পাশাপাশি ব্রণের পরিমাণও কমিয়ে আনে। এ ক্ষেত্রে বিউটি বায়োর গ্লোপ্রো মাইক্রোনিডলিং টুলের রেঞ্জ ভালো। কেননা এগুলো এমনভাবে তৈরি, সহজে ঘরে বসে ব্যবহার করা যায়। এ ছাড়া স্ট্যাকড স্কিনকেয়ারের মাইক্রোনিডলিং টুলও আছে ছেলেদের পছন্দের তালিকায়।
ট্রিমার
ম্যাসকুলিন বিউটি টুলের তালিকায় ট্রিমার রয়েছে অনেক আগে থেকেই। শুধু নিত্যনতুন ফিচার আর সুবিধা যোগ হয়ে চলেছে। এমনকি আপনার গোপন অঙ্গে ব্যবহারের উপযোগী পিউব ট্রিমারও মিলছে বাজারে। দাড়ি আর চুলের জন্য প্যানাসনিক কিংবা ফিলিপসের ট্রিমার রেঞ্জ। ফিলিপসের নরেলকো বডি গ্রুমার এদিক থেকে আদর্শ। এই কিটে আলাদা ২৫টি পিস রয়েছে, যা নাকের লোম থেকে শুরু করে দাড়ির সাইডবার্নও ট্রিম করে।
শিরীন অন্যা
মডেল: রুপম
মেকওভার: পারসোনা মেনজ
ছবি: ক্যানভাস