আজকের রাশি I ৮ জানুয়ারি
মেষ
দারুণ ক্ষিপ্রতা পাবেন আজ। ইতিবাচক ফলও আসতে পারে।
বৃষ
উৎফুল্ল হওয়ার মতোই কিছু ঘটছে। এগোতে থাকুন।
মিথুন
অনেক কিছু পরিমাপ করতে হতে পারে আজ। দিন শেষে হিসাব পাবেন।
কর্কট
অনেক পরিশ্রমের পর বিশ্রামের সুযোগ পেতে যাচ্ছেন।
সিংহ
দিব্যি কেটে যাবে দিনখানা। কোনো ঝামেলা ছাড়াই।
কন্যা
ক্ষমতাসমেত কোনো দায়িত্ব পাবেন আজ। উন্নতিই কাম্য।
তুলা
কোনো ব্যাপারে নতুন ভাবনা আসবে।সফলতার দিকেই যাবে তা।
বৃশ্চিক
ফাঁকি ও মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন আজ।
ধনু
রেগে-মেগে টং হয়ে আছেন কেন। রাগ করা যাবে না কিন্তু।
মকর
ঝামেলা সামলাতে হবে আজ। খুব সতর্কভাবে।
কুম্ভ
হৃদয়ের টানে কারও সাক্ষাত পাবেন। রোম্যান্টিক দিন।
মীন
টপাটপ ভালো কিছু সংবাদ পাবেন আজ। গুডলাক।