আজকের রাশি I ৯ জানুয়ারি
মেষ
সময়ের ভারটুকু নেমে যাবে আজ। হঠাৎ করেই।
বৃষ
না জানলেও ক্ষতি নেই- এমন কিছু একটা জানতে মন চাইবে আজ।
মিথুন
অনুভূতিটাকে বাঁচিয়ে রাখুন। থ্যাবড়া হতে দিবেন না মোটেও।
কর্কট
নিজের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছেন আজ। নিজেকে এত ঠুনকো ভাবেন কেন।
সিংহ
আজ মনের প্রশান্তিতে ভর করে দিনটাকে এগিয়ে নিয়ে যান।
কন্যা
সার্থক হতে চলেছে আপনার কাজের পরিকল্পনা। সফলতার একটি দিন।
তুলা
ঝামেলাপূর্ণ কাজগুলো বেশ মসৃণভাবেই শেষ হবে আজ। নিজ গুণেই।
বৃশ্চিক
কাজের চাপে বিশ্রামের কথা ভুলেই গেছেন। আজ বিশ্রাম না করলেই বা কী।
ধনু
অটলভাবে চালিয়ে যান আজও। জয় আপনার হবেই।
মকর
অন্ধকারটা পাতলা হয়ে আসছে। স্পষ্টভাবে টের পাবেন আজ।
কুম্ভ
নিজেকে ভুলিয়ে না রেখে কাজে ডুব দিন। দেখবেন সব ঠিক।
মীন
নয়নহরণ, হৃদয়হরণ- এসব কি কিছু বোঝেন? আজ হাতে-কলমে শিক্ষা নিন।