আজকের রাশি I ১৪ জানুয়ারি
মেষ
নিজেকে হতভাগা ভাবছেন কেন? বরং হাতে ভাগ্য পেলে কী করবেন তা চিন্তা করুন।
বৃষ
কারও পীড়াপীড়িতে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে আজ।
মিথুন
মনের কথা খুলে বলার মওকা পাবেন। বলতে থাকুন।
কর্কট
স্থির সিদ্ধান্তে পৌঁছবেন আজ। কাটখড় পোড়ানো সার্থক হলো আপনার।
সিংহ
ত্রুটিটুকু সারিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কাজে লাগাতে পিছপা হবেন না।
কন্যা
আপনার স্বপ্নটাকে জলে চুবাতে চাইবে কেউ। স্বপ্নঘুড়ির নাটাইটা কিন্তু আপনার হাতেই রাখবেন।
তুলা
সময়ের ভাব কি কাবু করতে চাইছে? আজ নতুন কোনো চিন্তা আপনার চারপাশের রঙটাই পাল্টে দেবে।
বৃশ্চিক
নিজের মুখোমুখি হবেন আজ। সঠিক সিদ্ধান্তই নিতে যাচ্ছেন।
ধনু
সাজগোজহীন এই দিনটাও কত স্নিগ্ধ। দারুন!
মকর
থ্যাবড়া সময়টাকে শাণিত করার দিন। কাজে ডুবে থাকার দিন।
কুম্ভ
‘কেমন আছ তুমি’- কাউকে এই প্রশ্নই করতে কি মনটা আনচান করছে?
মীন
কুৎসিত কোনো কিছুর মুখোমুখি হবেন। সুন্দর মন দিয়েই তা সামলাতে হবে।