আজকের রাশি I ১৫ জানুয়ারি
মেষ
এগিয়ে যান আজ নির্ভয়ে। পিছুটানকে কাঁচকলা দেখান।
বৃষ
সার্থক সমন্বয় করবেন আজ। এ বিদ্যে কোথায় শিখলেন বলুন?
মিথুন
মনে যেমন বল পাবেন, হৃদয়ের আশাটাও তেমনি চাঙা হবে আজ। অপূর্ব একটি দিন।
কর্কট
মসৃণ একটি দিন। এক বিন্দু এবড়োথেবড়ো নেই।
সিংহ
আপনি জীবনবিশ্বাসী লোক। তবু হাল ছেড়ে দিচ্ছেন কেন?
কন্যা
টলমলে শিশির, কাঁচা, নরম ফিনফিনে রোদ- আজ দেখি বড্ড রোম্যান্টিক মুডে আছেন!
তুলা
কাজে আপনার ক্লান্তি নেই, তবু বিশ্রাম নিন। সামনে যে অনেক কাজ।
বৃশ্চিক
একটা কিছু হবে আজ। দারুণ কিছুই।
ধনু
না ছেড়ে দিতে মন চাইলেও কিছু একটা ছেড়ে দিতে হবে।
মকর
সহজভাবে সবকিছু নেওয়ার সহজাত ক্ষমতাই সমস্ত ঝামেলাকে কুপোকাত করে দেবে আজ।
কুম্ভ
অটলভাবে চালিয়ে যান। লক্ষ্য থেকে খুব বেশি দূরে নন আপনি।
মীন
মেপে মেপে হাসার লোক নন আপনি। আজ দয়া করে সেটা করারও চেষ্টা করবেন না।