আজকের রাশি I ১৬ জানুয়ারি
মেষ
কুলকুল করে ঘামছেন কেন? আজ মনের কথাটি না বললে উত্তাপ কিন্তু বাড়তেই থাকবে।
বৃষ
আলাদা কিছু কি আশা করছেন আজ? আজ কিন্তু আশা পূরণের দিন।
মিথুন
আত্মোন্নতির পথ খুঁজে পাবেন আজ। ইউরেকা!
কর্কট
সদ্ভাবের সুফল পাবেন আজ। অপ্রত্যাশিতভাবেই।
সিংহ
আয়োজনের অভাব নেই, তবু মনটা ভার কেন? প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে এত দ্বিধা কিসের?
কন্যা
ধুম ঘুম দিচ্ছেন, তাই বলে কি প্রয়োজনীয় কাজটুকুও ফেলে রাখবেন?
তুলা
ব্যস্ত, সুখী ভরপুর একটি দিন, আহা!
বৃশ্চিক
গুবলেট পাকাবেন না। অনেক হিসাব কষতে হবে আজ।
ধনু
মিনমিন করছেন কেন? গলার জোরটা আজ বাড়াতেই হবে।
মকর
আহলাদে আট দুগুণে ষোলোখানা হওয়ার দিন। আজ না হয় আহ্লাদেই কাটুক।
কুম্ভ
নিমন্ত্রণ পেলেন। কী করবেন বলুন তো?
মীন
বেগার খাটাতে চাইবে কেউ। এর চাইতে কিন্তু লেপমুড়ি দিয়ে ঘুম ঢের ভালো।