আজকের রাশি I ১৮ জানুয়ারি
মেষ
নির্ভর করার মতো খুঁজে পাবেন কাউকে। বেশ।
বৃষ
জড়সড় ভাবটা কাটিয়ে উঠতে হবে আজ। নতুবা বিপদ।
মিথুন
জেদ করে বসে থাকবেন না, সহজ হোন। স্বাভাবিক জীবনে ফেরাটা খুব দরকার আপনার।
কর্কট
মুশকিল আসানের দিন। কী মজা!
সিংহ
প্রতিবাদ করার শক্তিটুকু অর্জন করতে হবে আজ। নইলে বিপদ।
কন্যা
বিষম বিপদ হয়তো। তুব নিজ বুদ্ধিতেই মুক্তি পাবেন।
তুলা
বিন্দুমাত্র দমে যাবেন না, এমনটা হতেই পারে, নির্ভয়ে আগ বাড়ুন।
বৃশ্চিক
গোড়ায় যে গলদ হয়েছিল তা সারানোর সুযোগ পাবেন আজ। কাজে লাগান।
ধনু
হাততালি পাওয়ার মতোই কাজ করবেন আজ। সাবাস!
মকর
ফিরবেন না? আজ ফিরতে হবে যে।
কুম্ভ
ভাঙা হৃদয় কি জোড়া লাগে? আজ কি সে রকম কিছু একটা হতে যাচ্ছে?
মীন
খোলস থেকে বের হয়ে জয় করবার দিন আজ।