আজকের রাশি I ১৯ জানুয়ারি
মেষ
নীরবেই বহু কথা বলতে যাচ্ছেন আজ। কাকে?
বৃষ
বেশ আদর-যত্ন পাবেন আজ। ব্যাপারটা কি বলুন তো?
মিথুন
বাড়াবাড়ি করতে চাইবে কেউ। প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।
কর্কট
আভাস পাচ্ছেন কিছু একটার? ভালো করে কান পাতুন তো।
সিংহ
দুঃসহ আবেগটাকে তীব্র বেগে পরিণত করুন। আজ সাঁই সাঁই করে এগিয়ে যাবেন।
কন্যা
অনায়াসেই কেটে যাবে দিন। ঝামেলা নেই এক বিন্দু।
তুলা
আপত্তি আসতে পারে যা করছেন সে ব্যাপারে। যুক্তির বাইরে পা দেবেন না।
বৃশ্চিক
সংকোচে আড়ষ্ট হয়ে আছেন কেন? আজ নিজেকে ফিরে পাওয়ার দিন।
ধনু
হঠাৎ কোনো দৃশ্য দিনের রংটাই পাল্টে দেবে। জীবনটাকে সুন্দর করা কি খুব কঠিন?
মকর
স্বাভাবিক ব্যাপারটাই কি অস্বাভাবিক ঠেকছে আজ। ব্যাপার কী বলুন তো?
কুম্ভ
প্রাণ কাঁদছে কি কারও জন্য? তার পাশে গিয়ে বসাটা কি খুব কঠিন?
মীন
লড়াই করেই জিততে হবে আজ। প্রস্তুত?