আজকের রাশি I ২০ জানুয়ারি
মেষ
চাঙা একটা ভাব থাকবে দিনমান। দারুণ স্বস্তি।
বৃষ
পুরোদমে আড্ডার দিন। আর কি কিছু লাগে?
মিথুন
অকস্মাৎ পরিস্থিতিটা পাল্টে যাবে। খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত তো?
কর্কট
মনের জানালায় কি একটা খেয়াল ঢুঁ মারবে আজ। পাত্তা দিবেন?
সিংহ
যন্ত্রণাটা থিতিয়ে আসবে আজ, মুক্তির দিন।
কন্যা
চোখে লাগার মতো কিছু একটা দেখতে পাবেন। মনেও এর দোলাটা টের পাবেন।
তুলা
উল্লাসের হুল্লোড় ছড়িয়ে পড়বে দিনমান। কী যে মজা!
বৃশ্চিক
কারও অতিভক্তি কি টের পাচ্ছেন? বুঝতে পারছেন কিছু।
ধনু
ভ্রমণ নেশায় বুঁদ্ থাকবেন আজ। এমন ভ্রমণভাগ্য আর কার আছে!
মকর
কোলাহল ভেদ করে কারও ডাক শুনতে পাবেন আজ। সাড়া দিন।
কুম্ভ
সাদর আহ্বান পাবেন। কবুল করা যায় নিশ্চিন্তে।
মীন
অস্বস্তিটা ঝেড়ে না ফেলতে তা আরও চেপে ধরতে পারে।