আইস কিউবে বিউটিফিকেশন
পানি মিশিয়ে নিন পছন্দসই সৌন্দর্য উপকরণ। তারপর তা ফ্রিজে পুরে রাখুন। ব্যাস! জাদুকরি জমাট জল তৈরি রোজকার ত্বকচর্চার জন্য।
কফি আইস কিউব
২ টেবিলচামচ কফি নিয়ে পানিতে ফুটিয়ে নিন। হয়ে গেলে ঠান্ডা করে নিন। ঠান্ডা করা কফি আইস ট্রেতে ঢেলে রেফ্রিজারেট করুন। কফি আইস কিউব ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
মিল্ক আইস কিউব
৩/৪ কাপ দুধ নিয়ে ১/৪ কাপ পানি মিশিয়ে নিন। আইস ট্রেতে ঢেলে জমিয়ে নিন মিশ্রণটি। মিল্ব আইস কিউব মুখে ঘষে নিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। পিগমেন্টেশন সারবে। বাড়বে উজ্জ্বলতা। এ ছাড়া ত্বকে আর্দ্রতা যোগাতেও দারুন এর ব্যবহার।
শসা-লেবুর আইস কিউব
ব্লেন্ডারে শসা ব্লেন্ড করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি আইস ট্রেতে ঢেলে জমিয়ে নিন। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ শসা এবং লেবু দুটোই। তাই এই বিউটি ককটেল ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে। সারাবে ব্রণ, অ্যাকন আর ত্বক লালচে হয়ে যাওয়ার সমস্যা।