রেটিনলের সঙ্গে হায়ালুরনিক অ্যাসিড- সম্ভব?
দুটোই সৌন্দর্যজগতের জাদুকরি উপাদান। একক ভাবেই জনপ্রিয় তাদের কার্যকারিতার জন্য। কিন্তু এ দুইয়ের মিশেলে ত্বকচর্চায় কি চেহারার বারোটা বাজবে নাকি সুফলই মিলবে শতভাগ? চলুন জেনে নেওয়া যাক।
বিশেষজ্ঞদের মন্তব্য ইতিবাচক। অর্থাৎ এই দুটি শক্তিশালী সৌন্দর্য উপাদানের মিশেলে ত্বকচর্চা সম্ভব। রেটিনলকে বলা হয় বিউটি ওয়ার্ল্ড এর কুইন বি। খুব সহজে অন্য কোন উপাদানের সঙ্গে এর সখ্যতা হয়না। কিন্তু হায়ালুরনিক অ্যাসিডের সঙ্গে রেটিনলের মিল পাওয়া যায় এক জায়গায় দুটোই দারুন অ্যান্টি এজার। তাই দুটোই এক সঙ্গে ব্যবহার করলেই কার্যকারিতা মিলবে দ্বিগুণ।
এছাড়া রেটিনল ব্যবহারে শুষ্ক আর স্পর্শকাতর ত্বকের শুষ্কতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে একই সঙ্গে যদি সুপার হাইড্রেটিং হায়ালুরনিক অ্যাসিড ব্যবহার করা যায় এ সমস্যা সারবে।