করোনায় হতে পারে মগজ বিকল
করোনাআক্রান্ত রোগীরা সুস্থ্য হওয়ার পরও নানা ধরনের সমস্যায় ভুগছেন বলে গণমাধ্যমে জানা যাচ্ছে। এর মধ্যে মস্তিস্ক বিকল হয়ে যাওয়ার সমস্যার কথাও জানা গেছে। অবশ্য এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও বলে দিয়েছেন চিকিৎসকরা।
করোনা থেকে পরিত্রাণের পর মস্তিস্ক বিকল হয়ে যাওয়া রোধ করতে রোগীকে দুশ্চিন্তা থেকে বের করে আনতে হবে। কোনো ধরনের খারাপ চিন্তা করতে দেওয়া যাবে না। তাকে যথাসম্ভব সময় দিতে হবে। খাওয়া ও শরীরচর্চার মধ্যে তাকে ব্যস্ত রাখতে হবে। তাকে সব সময় সুসংবাদ শোনাতে হবে। কোনো নেতিবাচক কথা জেন তিনি না শোনেন সেই ব্যবস্থা নিতে হবে। এ উদ্দেশ্যে, যেসব খবর বা কথা তাকে উদ্বিগ্ন করতে পারে, সেসবের একটা তালিকা করে তার আশেপাশের সবাইকে সেই বিষয়ে জানিয়ে দিতে হবে। রোগীর ব্রেইন চাঙ্গা রাখতে তাকে তার পছন্দের গান শোনানো যেতে পারে। পছন্দের সুগন্ধিও রোগির মগজ সতেজ করতে পারে। অনেক সময় দেখা যায় করোনা থেকে সুস্থ হওয়ার পরও রোগীর মগজ স্বাভাবিক অবস্থায় ফেরে না। সে ক্ষেত্রে মগজকে প্রচুর পরিমাণ বিশ্রাম দিতে হবে।