ঘরে তৈরি প্রাইমার
দীর্ঘস্থায়ী মেকআপ মানেই থাকতে হবে প্রাইমারের প্রলেপ। ব্র্যান্ডেডই যে হতে হবে তা কিন্তু নয়। বাড়িতেও বানিয়ে নেওয়া যায় প্রাইমার।
ঘরোয়া প্রাইমার বানাতে প্রয়োজন হবে ১ চা-চামচ কেওলিন ক্লেন, ১ চা-চামচ অ্যারারুট পাউডার আর ৪ চা-চামচ অ্যালোভেরা জেল। সব উপকরণ একটা বাটিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এয়ারটাইট কাচের কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া ত্বক যদি ব্রণযুক্ত হয়, সে ক্ষেত্রে মিশ্রণটিতে দুই ফোঁটা টি ট্রি অয়েল বা লবঙ্গ তেল মিশিয়ে নেওয়া যায়। এতে প্রাইমিং হবে, কমবে ব্রণের সমস্যা। মুখ পরিষ্কার করে টোনার আর ময়শ্চারাইজার মেখে নিতে হবে। তারপর মুখে আর গলায় প্রাইমার মেখে নিতে হবে। দুই মিনিট অপেক্ষা করলেই প্রাইমার ত্বক শুষে নেবে। ব্যস, তৈরি ত্বক-পরবর্তী মেকআপগুলো মাখার জন্য।