বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়?
অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে মাথা ঘোরাতে পারে। মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। অনেকেই এই সমস্যায় ভোগেন। যদিও তা মাত্র কিছুক্ষণ স্থায়ী হয়। তাই অনেকে এটিকে পাত্তা দেন না। তবে বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এই সমস্যাকে হেলা করা উচিত হবে না। কেননা, এই সমস্যা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আগাম বার্তা হতে পারে। তাই সমস্যাকে হেলাফেলা নয়।
হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরতে পারে পারে নার্ভের সমস্যা থেকে। রক্তচাপের তারতম্যের কারণেও এটি হতে পারে। রক্তচাপ কম থাকার কারণে হুট করে দাঁড়ানোর পর মস্তিষ্কে সঠিক পরিমাণ রক্ত পৌঁছতে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে মাথা ঘোরায়। ভার্টিগো থাকলেও এই সমস্যা হতে পারে। এটিও এক প্রকার স্নায়ুর সমস্যা। জীবনে কখনো কোনো দুর্ঘটনা থেকে মাথায় আঘাত পেলেও পরবর্তী সময়ে এমন সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সমস্যা আমলে না নিলে ভবিষ্যতে এ থেকে ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা আছে। তা ছাড়া হৃদরোগও হতে পারে। তাই যাদের প্রায়শই এই সমস্যা হয়, তাদের উচিত হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।