জট ছাড়াবে হেয়ার স্প্রে
যেনতেন হেয়ার স্প্রে নয়। একদম প্রাকৃতিক উপাদানে তৈরি। বাসায় বসেই তৈরি করে নেওয়া যাবে সহজে।
জট ধরা চুলে চিরুনি চালানো বেশ ঝক্কির। তাড়াহুড়ার মধ্যে বিরক্তি আরও বাড়ায় চুলের এমন দশা। আর বেশি টানাহেঁচড়া করলে চুল ছিঁড়ে যেতে পারে, টান পড়ে গোড়া দুর্বল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে এ হেয়ার স্প্রে। যা কোমলভাবেই জট ছাড়াবে, দ্রুততম সময়ে।
প্রয়োজন
১ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার
১ কাপ পানি
১ চা-চামচ জোজোবা অয়েল
৩০ ফোঁটা ল্যাভেন্ডার বা ক্যামোমাইল অয়েল
পরিষ্কার স্প্রে বোতল
পদ্ধতি
অ্যাপেল সাইডার ভিনেগার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে প্রথমে। কিছুক্ষণ ওভাবেই রেখে দিতে হবে। তারপর তাতে মেশাতে হবে জোজোবা অয়েল। তারপর এতে পানি মিশিয়ে পুরে নিতে হবে বোতলে। ছিপি এঁটে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি স্প্রে। গোসলের পর আধভেজা চুলে এটা ব্যবহার করলে ভালো ফল মিলবে। প্রতিবার স্প্রে করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে বোতলটা। স্প্রে করে কয়েক মিনিট রেখে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। তাতেই দেখবেন সহজে জটমুক্ত হয়ে যাচ্ছে চুল।