আলুর খোসায় খাসা ত্বক
আমিষ বা নিরামিষ- সবকিছুর সঙ্গেই আলুর জোড় জম্পেশ। কিন্তু খোসা তো আর খাওয়া হয় না। তা তুলে রাখুন ত্বকচর্চার জন্য।
আলুর খোসা ছাড়াবেন আর সঙ্গে সঙ্গেই তা ঘষে নেবেন ত্বকে। ব্যস!
১. বলিরেখা সারতে শুরু করবে
২. রোদে পোড়া দাগ দূর হবে
৩. এক্সফোলিয়েট হবে ত্বক
৪. তৈলাক্ত ত্বকের বাড়তি তেলে ভাব দূর হবে
৫. দাগছোপ সারবে নিয়মিত ব্যবহারে
৬. উজ্জ্বল হবে ত্বক
৭. দূর হবে অ্যাকনে