বুলেটিন
সেলেনার চ্যারিটি
সেপ্টেম্বর ৩, ২০২০ এ বাজারে এসেছে জনপ্রিয় আমেরিকান সেলিব্রিটি সেলেনা গোমেজের মেকআপ ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’। তবে শুধু সৌন্দর্য খাতেই নয়, ব্র্যান্ডটি কাজ করবে মানসিক সুস্থতা নিয়েও। ‘রেয়ার বিউটি’র বার্ষিক পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের ১ শতাংশ ব্যয় হবে এ খাতে। সে জন্য তৈরি হয়েছে ‘দ্য রেয়ার ইমপ্যাক্ট ফান্ড’। এ ছাড়া ব্র্যান্ডটির অংশীদারদের পাওয়া অর্থও জমা হবে এতে। লক্ষ্য, আগামী ১০ বছরের মধ্যে ১০০ মিলিয়ন ডলার জমা করা; যা খরচ হবে মেন্টাল হেলথ সার্ভিসের জন্য।
মমতাজ হারবালের নতুন পণ্য
দেশের শীর্ষস্থানীয় হারবাল বিউটি ব্র্যান্ড বাজারে এনেছে নতুন দুটি পণ্য। প্রথমটি, মমতাজ রোজওয়াটার গ্লিসারিন। অ্যাডভান্সড ময়শ্চারাইজিং ফর্মুলায় তৈরি। শুষ্ক ত্বকের রুক্ষতা সারিয়ে তাতে কোমলতা ও মসৃণতা সঞ্চার করে। দেয় বাড়তি উজ্জ্বলতাও। ফাটা ত্বক মেরামত করে। দ্বিতীয়টি, গুলাবি গোলাপজল। গোলাপের পাপড়ির নির্যাস এর মূল উপকরণ। এতে আরও থাকছে ইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বককে সুন্দর রাখে, বজায় থাকে সুস্থতাও। দেয় চটজলদি তরতাজা অনুভূতি। জ্বালাপোড়া কমাতেও সহায়ক এই গোলাপজল।
কোড উইদ ক্লোসি
ক্লার্লি ক্লস। বিশ্বের সেরা সুপারমডেলদের একজন। সেটা সবারই জানা। কিন্তু তার প্রযুক্তিপ্রেম সম্পর্কে হয়তো জানেন না অনেকেই। কার্লির প্যাশন কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোডিংয়ে। এ-সম্পর্কিত তার একটি প্রতিষ্ঠানও রয়েছে। ‘কোড উইদ ক্লোসি’। সংস্থাটি কাজ করে কম বয়সী সম্ভাবনাময় মেয়েদের নিয়ে। তাদের প্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষা দেওয়ার পাশাপাশি এই সেক্টরে কাজের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিউটি ব্র্যান্ড এস্টি লডার যুক্ত হতে যাচ্ছে এর সঙ্গে। কারণ, কার্লি ক্লস নিজেই এই বিউটি ব্র্যান্ডের গ্লোবাল স্পোকস মডেল। এস্টি লডার তৈরি করতে যাচ্ছে একটি লিমিটেড এডিশন মেকআপ কিট, যার বিক্রীত মূল্যের শতভাগ যাবে ‘কোড উইদ ক্লোসি’-এর ফান্ডে। যা ব্যয় করা হবে টেক ইন্ডাস্ট্রির ফিউচার ফিমেল লিডার তৈরির জন্য।
বিউটি ডেস্ক