skip to Main Content

টেকট্রেন্ড I স্যামসাংয়ের নতুন স্মার্ট টিভি

সর্বশেষ প্রযুক্তির টিভি বাংলাদেশের বাজারে ছেড়েছে স্যামসাং। অপশনের কমতি নেই। ফলে বিনোদন আগের চেয়ে বেশি বৈচিত্র্যময়

সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে অভিরুচির। বদলকামীদের কথা বিবেচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্নধর্মী ও নান্দনিক পণ্যের সমাহার নিয়ে হাজির হচ্ছে। এ রকমই প্রতিষ্ঠান স্যামসাং।
ক্রেতাদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি ও দৃষ্টিনন্দন ডিজাইন নিয়ে বিশ্বে ১৪ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে স্যামসাং শীর্ষস্থানীয় ব্র্যান্ড। সম্প্রতি প্রতিষ্ঠানটি টি সিরিজের অধীনে চমৎকার নকশাসমৃদ্ধ ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। স্থানীয় ভোক্তাদের জন্য। সম্পূর্ণ নতুন এই পণ্যগুলো কয়েকটি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে। যেমন কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, ফুলএইচডি টিভি এবং এইচডি টিভি। প্রতিটির লাইনআপই সম্পূর্ণ স্মার্ট টিভি ক্যাটাগরির।
প্রতিটি টিভিই খুব সহজে পিসিতে রূপান্তর করা যায়। যেমন অফিসের কোনো কাজ অসমাপ্ত অবস্থায় রেখে এলে তারও সমাধান রয়েছে। টি সিরিজের স্মার্ট টিভিতে থাকা পার্সোনাল কম্পিউটার মোডের মাধ্যমে ফেলে আসা কাজটি বাসায় বসে খুব সহজেই সেরে ফেলা যায়।
টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে ৫টি মডেল। এগুলোর মধ্যে কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) এবং কিউ৮০০টি (৮২ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি)- এই দুটি মডেল এইটকে রেজ্যুলেশনের। এ ছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি), এবং কিউ৬০টি (৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সব কটিতেই ফোরকে রেজ্যুলেশন। কিউএলইডি এইটকে এবং ফোরকে রেঞ্জের মডেলগুলোতে নতুন কিছু ফিচার যেমন অ্যাডাপ্টিভ পিকচার, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস), অ্যাকটিভ ভয়েস অ্যামপ্লিফায়ারের সঙ্গে মাল্টি-ভিউ অপশনও রয়েছে। কোনো স্ক্রিন বার্ন-ইন ছাড়াই শতভাগ রঙে দীর্ঘায়ু নিশ্চিত করবে এবং সবচেয়ে উজ্জ্বল এবং অন্ধকার দৃশ্য দেখার ক্ষেত্রেও অসাধারণ ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস) ফিচার ও কিউ-সিম্ফনি প্রযুক্তি পছন্দের কন্টেন্ট বা গান উপভোগের ক্ষেত্রে চমৎকার অডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে। এ ছাড়া এ লাইন-আপে একটি মাল্টি-ভিউ অপশন ফিচার আছে, যা ব্যবহারে একই সময়ে টিভি এবং স্মার্টফোন- দুটোরই সুবিধাগুলো উপভোগ করা যায়। এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২,৯৯,০০০ টাকা, ১৭,৯৯,০০০ টাকা এবং ১৯,৯৯,০০০ টাকা।
নতুন টি সিরিজের ২০২০ ইউএইচডি টিভির লাইন-আপে রয়েছে একটি মডেল টিইউ৮০০০, যা পাঁচটি ভিন্ন ভিন্ন ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি আকারে পাওয়া যাচ্ছে। ২০২০ ইউএইচডি টিভি লাইন-আপের সবচেয়ে উদ্ভাবনী দুটি বৈশিষ্ট্য হলো ক্রিস্টাল প্রযুক্তি ও বেজেলবিহীন ডিজাইন। ক্রিস্টাল প্রসেসর ফোরকে সমৃদ্ধ এআই আপস্কেলিং প্রযুক্তির জন্য এ লাইন-আপের টেলিভিশনে ছবির মান ভালো হয় আর বেশি ক্রিস্টাল ক্লিয়ার এবং ১৬ বিট থ্রিডি কালার প্রসেসিং আরও সঠিক এবং স্মুদ রঙ দেয়। এ লাইন-আপের বিভিন্ন মডেল ও আকারের টেলিভিশন ৬৮,৯০০ থেকে ২,৭৫,৯০০ টাকা।
সংগীতপ্রেমীদের জন্য স্যামসাং টি-সিরিজ স্মার্ট টিভিগুলোতে রয়েছে অনন্য এক ফিচার। এ টিভিগুলোর মিউজিক প্লেয়ার ফিচার দিয়ে টি-সিরিজ স্মার্ট টিভিকে স্টাইলিশ ভার্চ্যুয়াল মিউজিক সিস্টেমে রূপান্তর করা যায়। ফলে এখন সংগীত হবে আরও উপভোগ্য।
২০২০ স্মার্ট টিভি লাইন-আপের দুটি ভিন্ন আকার ও ছয়টি মডেল রয়েছে। ৪৩ ইঞ্চি আকারের ফুল এইচডি মডেলগুলো হলো টি৫৭০০, টি৫৫০০ ও টি৫৪০০। ৩২ ইঞ্চির এইচডি মডেলগুলো টি৪৭০০, টি৪৫০০ এবং টি৪৪০০। পারকালার ফিচারের এ লাইন-আপগুলো ব্যবহারকারীদের নানান শেডের রঙের ছবি দেখার অভাবনীয় অভিজ্ঞতা দেবে। এতে কনসার্ট-লাইক সাউন্ড সিস্টেম থাকায় এর মাধ্যমে দুর্দান্ত সাউন্ড উপভোগ করা যাবে। ফলে ব্যবহারকারীদের অতিরিক্ত স্পিকার কিনতে হবে না। টি সিরিজের নতুন ২০২০ স্মার্ট টিভির মডেলগুলো ২৯,৯০০ থেকে ৫৮,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ টিভিগুলোতে স্যামসাং দিচ্ছে ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি। পাশাপাশি বিনা মূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন, ইন-হোম সার্ভিস, ২৪/৭ কলসেন্টার সুবিধা, ৫ বছর সার্ভিস ওয়ারেন্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্যামসাং টি সিরিজের টিভিতে পাওয়া যাবে ১০০ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সুবিধা।
 লাইফস্টাইল ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top