বিউটি বক্স
কিলস রেয়ার আর্থ ডিপ পোর ক্লিনজিং মাস্ক
ত্বক বিশুদ্ধকরণে এর জুড়ি নেই। আমানজনিয়ান হোয়াইট ক্লেন দিয়ে তৈরি এ মাস্ক ত্বকের অতিরিক্ত তেল কমাতে সহায়ক। ময়লা আর টক্সিন দূর করে। লোমকূপগুলো গভীর থেকে পরিষ্কার করে, দেয় স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। এতে থাকা ওটমিল আর অ্যালোভেরা ত্বকের মসৃণতা বাড়ায়। আর্দ্রতা বাড়াতে সহায়তা করে। মাস্কে থাকা ক্যামফোর আর মেনথল ত্বকে দেয় কুলিং ইফেক্ট। মাস্কটির ১২৫ মিলি টাবের দাম ৪৫২৫ টাকা।
দ্য ইঙ্কি লিস্ট স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজার
অ্যাকনেপ্রবণ তৈলাক্ত ত্বকের জন্য দারুণ উপযোগী এটি। নন-ড্রায়িং। লাইট ফোমিং ফর্মুলার এ ক্লিনজার লোমকূপের একদম গভীর থেকে মেকআপ এবং ময়লা তুলতে বেশ কার্যকর। ব্ল্যাকহেডস আর ব্রেকআউট দূর করতেও সহায়ক। এতে থাকা ২% স্যালিসাইলিক অ্যাসিড কোমলভাবে এক্সফোলিয়েট করে ত্বক। এতে থাকা জিঙ্ক কম্পাউন্ড ত্বকের বাড়তি তেলে ভাব দূর করে। ত্বকের অস্বস্তি ভাব কাটায় ক্লিনজারে থাকা ০.৫% অ্যালেনটয়েন। দাম ১৮৫০ টাকা।
সিরাভি এএম ফেশিয়াল ময়শ্চারাইজার
হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ অয়েল ফ্রি ডেইলি ময়শ্চারাইজার। এসপিএফ ৩০ যুক্ত। ফলে আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষিত করে ত্বককে। এতে থাকা সেরামাউড ত্বকের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল টিকিয়ে রাখতে সহায়ক। এর নিয়াসিনামাইড ত্বকে আরাম দেয়। বজায় রাখে সুস্থতা। প্যাটেন্টেড এমভিই ডেলিভারি টেকনোলজিতে তৈরি ময়শ্চারাইজারটি দিনভর ত্বকের আর্দ্রতার জোগান দিতে যথেষ্ট। অ্যালার্জিং টেস্টেড, প্যারাবেন এবং ফ্র্যাগরেন্স ফ্রি ক্রিমটির দাম ১৫৮০ টাকা।
দ্য অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড টোনিং সলিউশন
৭% গ্লাইকলিক অ্যাসিড সমেত তৈরি এই টোনিং সলিউশন এক্সফোলিয়েটর হিসেবে চমৎকার। ত্বকের জন্য কোমল ও কার্যকর। তাই নিয়মিত ব্যবহারে ত্বক দাগছোপ মুক্ত হয়, বাড়ে উজ্জ্বলতা। এ ছাড়া ত্বকের টেক্সচার করে তোলে আরও সুন্দর। এতে আরও রয়েছে তাসমেনিয়ান পিপার বেরির নির্যাস, যা ত্বকের জ্বালাপোড়া আর অস্বস্তি কমায়। এতে থাকা জিনসেং রুট আর অ্যালোভেরা করে তোলে আরও মসৃণ। এর দাম ১৬৫০ টাকা।
বিউটি ডেস্ক