লুকস I পুষ্পেন পরিচিয়তে
ষষ্ঠীর বোধন থেকে দশমীর
বরণ—ফুলের উপস্থিতি ছাড়া পূজার সব রীতি, সব উৎসবই অসম্পূর্ণ। দেবদেবীর আরাধনায় নিবেদিত এসব ফুলসাজের অনুষঙ্গ হিসেবেও চোখজুড়ানো। এবারের শারদ সাজে ফুলের উপস্থিতিতেই উৎসবের আগমনী আবাহন
গোলাপ
লাল সব সময়ই দেবীর রং হিসেবে ধরা হয়। তাই লাল গোলাপ বরাবরই আরাধ্য। সেই সঙ্গে সাজেও চমক জাগায়। স্মাজড আইলাইনে স্নিগ্ধ চোখের সাজ। ঠোঁটে মেটে রঙের মেদুরতা।
গাঁদা
অঞ্জলির ফুল। রঙের মতোই সতেজ, সপ্রতিভ। এর সঙ্গে মানিয়ে ভারী কাজল টানা চোখের উজ্জ্বল সাজ। নুড লিপস্টিকের যোগ্য সঙ্গতে চেহারায় আসে উজ্জ্বল কমনীয়তা।
বেলী
বর্ণে, গন্ধে, মাধুর্যে অদ্বিতীয়। তাই পূজায় এর প্রয়োজন পড়ে। সাজে চটজলদি স্নিগ্ধতা জোগাতে এটি যথেষ্ট। সঙ্গে ধোঁয়াশে চোখের সাজটাই বেশি মানায়। ঠোঁটের ক্যানভাসে উজ্জ্বল লাল রঙের আভা।
পদ্ম
উমার আরাধনার ফুল। প্রশান্তি ও স্নিগ্ধতার প্রতীক। এতে সাজ হয় নজরকাড়া। মেকআপের বাহুল্য এড়িয়ে পুষ্পের যথাযথ ব্যবহারে চেহারা আভাময় হয়ে ওঠে।
রাইটআপ: জাহেরা শিরীন
মডেল: নিকি ও আয়শা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: রিমা নাজ
জুয়েলারি: রঙবতী
ছবি: তানভীর খান