ফিচার I নুসরাত ফারিয়ার ‘হাবিবি’
নতুন গান নিয়ে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। ‘হাবিবি’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে ২ নভেম্বর। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে। ফারিয়ার সঙ্গে আলাপে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি শেষ হয়েছে মিউজিক ভিডিওর শুটিং। গানটি লিখেছেন নূর নবী। সুর করেছেন আদিব কবির। গানটি পপ অ্যারাবিক ফিউশন। মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের একটি প্রাসাদে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন নৃত্যশিল্পীও ছিলেন।
এর আগে নুসরাত ফারিয়ার আরও দুটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছিল। সেগুলো হলো ‘পটাকা’ ও ‘আমি থাকতে চাই’। ইউটিউবে সেগুলোর ভিউ হয়েছিল যথাক্রমে ৮২ লাখ ও ১ কোটি ৭০ লাখ।
হাবিবি গানটি নিয়ে নিজের প্রত্যাশার বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার গানের সংখ্যা কম হলেও সেগুলো একটির থেকে আরেকটি আলাদা। এ কারণে আমার গানের প্রতি দর্শকদের বিশেষ আগ্রহ থাকে। হাবিবি গানটির কথা, সুর ভিডিও ও লোকেশন— সবই চমৎকার। বাজেটের কোনো ঘাটতি ছিল না। শুনেছি এসভিএফ-এর ব্যানারে যত মিউজিক ভিডিও হয়েছে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় বাজেটের। আমার বিশ্বাস, গানটি উপভোগ করে দর্শকদের মন ভরে উঠবে।’
উল্লেখ্য, ‘হাবিবি’ গানের ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। আগের দুটি গান থেকে এই গানটিতে ভিন্নতার ছাপ থাকবে বলে জানিয়েছেন ফারিয়া।
লাইফস্টাইল ডেস্ক