কুন্তলকাহন I বাহারি কেশে বধূ বেশে
খোঁপা, বেণি, খোলা চুল— কনের হেয়ার ডু সব সময়ের জন্যই। তাতে প্রাণ জোগায় স্টাইলিং আর অ্যাকসেসরিজের এক্সপেরিমেন্টেশন। এ বছরও ব্যতিক্রম ঘটছে না
রাইটআপ: জাহেরা শিরীন
মডেল: অর্পিতা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ
জুয়েলারি: স্পার্কেল
ছবি: ইভান সরদার ও ক্যানভাস
দ্য গ্রেট গোটা স্ট্রিং
লেহেঙ্গা বা শাড়ির ঝলমলে গোটাপাত্তির প্রেরণায় এই হেয়ারস্টাইল কনেকে দেয় গর্জাস লুক। জাঁকালো জরির গোটা স্ট্রিং দিয়ে আঁটসাঁট করে বাঁধা বিনুনি সাজের জৌলুশ বাড়িয়ে দিতে পারে।
প্রজাপতির পাখায়
কনের লুকে রূপকথার আবেশ তৈরি করে দেয় তার চুলে জুড়ে দেওয়া প্রজাপতির বর্ণিল ক্লিপগুলো।
মডেল: সাগুফতা ওসমান
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: বাটার ফ্লাই বাই সাগুফতা
তারার ফুল
খোঁপায় নয়— বেণিতে এমনকি ঢেউ খেলানো খোলা চুলেও তারার ফুলের মতো ফুটে থাকবে বেবিস ব্রেথ বা জিপসি। শুধু সাদাগুলো সাজে সতেজতা জোগাতে যেমন অসামান্য, রঙিনগুলো কনের সাজপোশাকের সঙ্গে মানিয়ে পরলে নজর কাড়বে নিশ্চয়ই।
জড়োয়ায় জড়ানো
বিয়ের দিনে চুলে ফুলের বিকল্প হিসেবে চমৎকার। সাবেকি ধাঁচের স্টাইলিং হলেও কনের চুলের এই সাজ আজকাল জনপ্রিয়। মুক্তায় গড়ানো, রংবাহারি পাথর আর কুন্দন বসানো হেয়ার অ্যাকসেসরিজগুলোর ব্যবহারে ঝলমলিয়ে উঠবে উৎসবের পরিবেশ।