ফিচার I বিশেষ দিনে ঢাকা রিজেন্সি
শীতের আগমনী হাওয়ায় ধুম লেগেছে পারিবারিক ও সামাজিক আয়োজনের। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়কালকে ওয়েডিং সিজন ধরা যায়। বিয়ের অনুষ্ঠান মানেই শত শত মানুষের আনাগোনা, গায়েহলুদ, মেহেদি-সন্ধ্যা, বউভাতসহ কতশত আয়োজন। এসবের পাশাপাশি বছরব্যাপী অন্যান্য অনুষ্ঠানের বিষয়গুলো সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে চলে বর্ণাঢ্য কর্মযজ্ঞ।
পাঁচ তারকা হোটেল ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’ ঢাকার নিকুঞ্জ ২-এ অবস্থিত। ছোট-বড় বিয়ের আয়োজনের কথা মাথায় রেখে ৮টি হলের মাধ্যমে ক্যাটারিং সার্ভিস দিচ্ছে হোটেলটি। সাড়ে দশ হাজার বর্গফুট দৈর্ঘ্যরে বহুল জনপ্রিয় একটি হলরুম ‘সেলিব্রেশন হল’, যেখানে রাউন্ড টেবিলে একসঙ্গে ৫০০ জন অতিথি ধারণে সক্ষম।
ছোট হলরুমগুলোতে একসঙ্গে ৫০-এর অধিক মানুষের সমাগম সম্ভব। ছোট করে বিয়ের আয়োজন ছাড়াও জন্মদিন উদযাপন, প্রেস কনফারেন্স কিংবা করপোরেট মিটিংয়ের জন্য ছোট হলরুমগুলো একদম পারফেক্ট। ছয়তলায় আছে গ্র্যান্ড সামিট-২ ও গ্র্যান্ড সামিট-৩ হলরুম। শীতের দুপুরে মিষ্টি রোদে ঢাকা রিজেন্সির রুফটপ গায়েহলুদের অনুষ্ঠানের জন্য চাহিদার শীর্ষে। এ ছাড়া যেকোনো করপোরেট অনুষ্ঠানের জন্য বেশ উপযুক্ত স্থান ঢাকা রিজেন্সির এই রুফটপ।
হলরুমগুলোতে সব ধরনের ইভেন্ট আয়োজনের সুযোগ থাকলেও সাধারণত ওয়েডিং ও করপোরেট ইভেন্টের চাহিদাই বেশি। এর প্রধান কারণ, সব ধরনের ক্লায়েন্টদের সুবিধা অনুযায়ী হলসজ্জার সুযোগসহ ঢাকা রিজেন্সি হোটেলের সুস্বাদু খাবারের ব্যবস্থা।
ব্যাংকুয়েট হলে বুফের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। মূলত দুই ধরনের খাবারের মেনু রয়েছে: ট্র্যাডিশনাল ও কন্টিনেন্টাল। পোলাও, মাংস, রেজালা, কাচ্চিসহ দেশীয় খাবারের আবহ থাকে ট্র্যাডিশনাল মেনুতে। এ ছাড়া ইন্ডিয়ান, থাই ও চায়নিজ মিক্সিং ফুড থাকে কন্টিনেন্টাল মেনুতে। মেনু অনুযায়ী বিভিন্ন দামের খাবারের ব্যবস্থা আছে হোটেলের আয়োজনে। তা ছাড়া ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করার সুযোগও রয়েছে।
বৃহস্পতি, শুক্র ও শনিবার—এই তিন দিন বেশ চাপ থাকে হলগুলোতে। বুকিংয়ের তারতম্য রয়েছে ইভেন্ট অনুযায়ী। মূলত আয়োজনের আগে থেকেই যোগাযোগ করতে অনুরোধ করে কর্তৃপক্ষ। হল সাজানোর বিষয়টা সম্পূর্ণ ক্লায়েন্টদের ওপর নির্ভর করে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ নেই। আয়োজকেরা নিজেদের চাহিদা অনুযায়ী ইভেন্ট ভেন্যু সাজিয়ে থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে। এ ছাড়া হলরুমে রেডিমেড স্টেজ, সাউন্ড সিস্টেম, চেয়ার-টেবিল সেট-আপসহ সব ধরনের ব্যবস্থা করে থাকে কর্তৃপক্ষ। ভেন্যুর সিটিং অ্যারেঞ্জমেন্ট সেট-আপ সব সময়েই নির্ভর করে ইভেন্টের ওপর।
চাইলে বড় হলরুমও নেওয়া যাবে। আবার চাহিদা অনুযায়ী একটি হলও ব্যবহার করতে পারবেন ক্লায়েন্টরা। এটি নির্ভর করে মূলত ক্লায়েন্টের ইভেন্টের ধরনের ওপর। হল বুকিংয়ের জন্য হোটেলটির ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ফোন নম্বরে কল করার মাধ্যমে বিস্তারিত জানা যাবে; যোগাযোগের নম্বর: ০১৭১৩৩৩২৫১১/০১৭১৩৩৩২৫৮৯;
ফেসবুক পেজ: https://www.facebook.com/dhakaregencyhotel/; ; ওয়েবসাইট: http://dhakaregency.com/
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট