হোমগ্রোন I রি বা না
শতভাগ হালাল, শতভাগ অর্গানিক, শতভাগ হাতে তৈরি এবং বাংলাদেশে তৈরি—কথাগুলো রিবানার। মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ড রিবানা। মো. ওয়াহিদুজ্জামান সাদি ২০১৫ সালে শুরু করেছিলেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট। কেন রিবানা? এই প্রশ্নের উত্তরে ওয়াহিদুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক উপাদানে তৈরি প্রসাধনের চাহিদা রয়েছে। লাইফস্টাইল প্রোডাক্ট লাইনে ন্যাচারাল প্রোডাক্টের প্রতি আগ্রহী দেশীয় ক্রেতারাও। দেশের বাইরের প্রিমিয়াম হারবাল প্রোডাক্টের ক্রেতা তালিকায় দেশের অনেকেই রয়েছেন। আমি চেয়েছি দেশি ক্রেতারা দেশে উৎপন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য কিনুক। নিজ দেশের বাজারে ক্রেতাদের ফিরিয়ে আনতে দরকার উচ্চ মানসম্পন্ন পণ্য, যা ব্যবহারে ক্রেতা সন্তুষ্ট থাকবেন। সে ভাবনা থেকেই রিবানার উদ্যোগ।’
রিবানার পণ্য তৈরি করা হয় শতভাগ প্রাকৃতিক উপাদানে, যা সম্পূর্ণভাবে হালাল, এমন তথ্য পাওয়া যায় এর ওয়েবসাইটে। এ বিষয়ে মো. ওয়াহিদুজ্জামান সাদি জানালেন, তিনি পড়াশোনা করেছেন ফার্মাসি বিষয়ে। সেখানে একটি বিশেষায়িত কোর্স রয়েছে কসমেটোলজির ওপরে। ফলে প্রসাধন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছিল তার। এই উচ্চশিক্ষাকে ব্যবহার করেছেন রিবানা তৈরি করতে। প্রতিটি পণ্য তৈরির আগে থেকেই গবেষণা এবং মান উন্নয়ন নিয়ে কাজ করা হয় তার নেতৃত্বেই।
এই উদ্যোক্তা আরও বলেন, ‘শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা। প্রকৃতি থেকে পাওয়া উপাদানে তৈরি করা হয়েছে প্রতিটি পণ্য। কোনো রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না।’
শতভাগ হালাল—এই ট্যাগলাইনের বিষয়ে মো. ওয়াহিদুজ্জামান সাদি বলেন, ‘হালাল পণ্য আমাদের দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। রিবানাতে আমরা তাই হালাল পণ্য নিয়ে এসেছি। পণ্যের উপাদান বাছাই থেকে শুরু করে প্যাকেজিং—সব ক্ষেত্রেই হালাল শব্দটির সঠিক ব্যবহারে আমরা সর্বদা সচেতন।’
রিবানার প্রোডাক্ট লাইনে ত্বক ও চুলের যত্নের জন্য প্রসাধন রয়েছে। বেশ কয়েক প্রকারের সাবান রয়েছে তাদের। প্রাইস রেঞ্জ ৩৫০ থেকে ৯৫০ টাকা। রিবানার স্যাফরন গোট মিল্ক সোপ জনপ্রিয়তা পেয়েছে। এর মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ছাগলের দুধ ও জাফরান। ত্বকের যত্নে ছেলে ও মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এই সাবান। শুষ্ক ত্বকের জন্য এটি ব্যবহার করা যাবে। তৈলাক্ত ত্বকের জন্য রিবানা তৈরি করেছে অ্যাকটিভ কার্বন সোপ। অরগানিক গোট মিল্ক সোপ তৈরি করা হয়েছে ড্যামেজড স্কিনকে পুনরায় উজ্জীবিত করে তোলার জন্য।
মেকআপ তোলার জন্যও সাবান তৈরি করেছে রিবানা, যা দিয়ে সাজগোজের প্রসাধন তুলে নেওয়া যাবে সহজে।
হেয়ার কেয়ার প্রোডাক্ট লাইন রয়েছে রিবানার। ৩৫০ থেকে ৪৫০ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাবে এসব পণ্য। খাঁটি নারকেল তেল পাওয়া যাবে এই লাইনে। সঙ্গে আছে অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল।
এত দিনের পথচলায় রিবানা বর্তমানে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস আমাজনে পৌঁছে গেছে। দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও পাওয়া যাচ্ছে এর পণ্য। সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ নাজিফা খালেদ জানালেন, রিবানা দেশ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে এমন স্বপ্নই দেখছেন তারা। নিকট ভবিষ্যতে দুবাইতে পণ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
রিবানার যাত্রা শুরু হয়েছিল এফ-কমার্স থেকে। ফেসবুকের কল্যাণে পেয়েছে জনপ্রিয়তা। সেখান থেকে নিজেদের ই-কমার্সের যাত্রা শুরু। নাজিফা আরও বলেন, ‘ইউএনডিপির ইয়ুথ ক্লাবকে পাশে পাচ্ছে রিবানা। এর বাইরে ফেসবুকের সিঙ্গাপুরিয়ান ব্রাঞ্চ থেকে রিবানাকে এফ-কমার্সের নানা সুবিধা দিয়ে যাচ্ছে। এ বিষয়গুলো রিবানার প্রতি ক্রেতাদের আস্থা তৈরিতে সাহায্য করেছে।’
রিবানা ব্র্যান্ডের উপাদান যেমন সম্পূর্ণ দেশীয়, তেমনি মানবসম্পদও দেশের। এর ভবিষ্যৎ পরিকল্পনা ‘মেইড ইন বাংলাদেশ’ প্রোডাক্ট নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তৈরি করা। ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের পথে কাজ করে যাচ্ছে তারা। ফলে দেশের বাইরেও তৈরি হয়েছে রিবানার পণ্যের চাহিদা।
সারাহ্ দীনা
ছবি: ইন্টারনেট