skip to Main Content

ফিচার I প্রজন্ম প্রতিনিধি

এ সময়ে দুনিয়াজুড়ে বহু মানুষের প্রেরণা হয়ে উঠেছেন যেসব কিশোরী ও তরুণী, তাদের ১০০ জনের একটি নির্বাচিত তালিকা সম্প্রতি প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকা থেকে জানা যাক ১০ জনের খোঁজ

নাতাশা আসগর
সদস্য, ওয়েলস পার্লামেন্ট, যুক্তরাজ্য
‘একসঙ্গে চলার মাধ্যমে এই নিউ নরমালের কঠিন পথ পাড়ি দেওয়ার এবং এখন থেকে যেভাবে জীবন কাটাব ও কাজ করব, তার একটি আশাবাদী পথ খুঁজে নেওয়ার সুযোগগুলো গ্রহণ করতে হবে আমাদের’—বলেছেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর প্রথম কোনো অশ্বেতাঙ্গ নারী হিসেবে ওয়েলস পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়া নাতাশা আসগর। কনজারভেটিভ পার্টির এই সদস্য বর্তমানে ট্রান্সপোর্ট ও টেকনোলজি মিনিস্ট্রির শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্বরত। গণপরিবহন ব্যবহার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থানীয় ও পর্যটকদের অনুপ্রাণিত করতে একটি বিশেষ ট্রাভেল কার্ড প্রবর্তনের আশা তার। রাজনীতিতে জড়ানোর আগে ব্যাংকার, টিভি প্রেজেন্টার ও রেডিও ডিজে হিসেবে কাজ করেছেন নাতাশা। তার লেখা বইয়ের সংখ্যা ২। ইনস্টা: @natashaasghar।

আজমিনা দ্রোদিয়া
সেফটি পলিসি লিড, বাম্বল, কানাডা
‘আমি এমন এক পৃথিবী চাই, যেখানে অনলাইন স্পেসে নারীরা নিজেদের অভিজ্ঞতার নকশা তৈরি করবেন: এমনই এক পৃথিবী, যেখানে বিশেষত অবহেলিত ও চাপা পড়া আত্মপরিচয়ের নারীরা অনলাইন স্পেসকে কোনো ধরনের ভয়ডর ছাড়াই স্বাধীনভাবে সমানাধিকারের জায়গা থেকে ব্যবহার করতে পারবেন’—বলেছেন বর্তমানে ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এর সেফটি পলিসি লিড হিসেবে কর্মরত লিঙ্গ, প্রযুক্তি ও মানবাধিকার বিশেষজ্ঞ আজমিনা দ্রোদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাবিউজের বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে তিনি গত বছরের জুলাইয়ে একটি খোলাচিঠির ব্যবস্থা করেন, যেখানে দুই শতাধিক হাই-প্রোফাইল নারীর স্বাক্ষর রয়েছে। এর আগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনে জেন্ডার অ্যান্ড ডেটাবেইস রাইটস নিয়ে কাজ করেছেন আজমিনা। নারী ও প্রান্তিক মানুষদের জন্য নিরাপদ অনলাইন অভিজ্ঞতা সৃষ্টি করতে তিনি কাজ করেছেন বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে। টুইটার: @snazzyazzy।

ক্যারোলিনা গার্সিয়া
ডিরেক্টর, নেটফ্লিক্স, আর্জেন্টিনা
‘গত কয়েকটি বছর দারুণ কেটেছে আমাদের; কিন্তু জীবন খুবই ছোট, তাই জীবনের মূল্যবান সময়গুলো আমরা আতঙ্কে কাটাব কেন? দাদি বলতেন, “জীবনে বেঁচে থাকা ঘটনা।” এখন সময় হয়েছে দাদির কথা শোনার’—বলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা ক্যারোলিনা গার্সিয়া। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের ডিরেক্টর অব অরিজিনাল সিরিজ তিনি। টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের একজন ইন্টার্ন হিসেবে বিনোদন দুনিয়ায় ক্যারিয়ার শুরু এই প্রশিক্ষিত নৃত্যশিল্পী ও গায়িকার। ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘দ্য চিলিং অ্যাডভেঞ্চারস অব সাবরিনা’, ‘থার্টিন রিজসন হোয়াই’, ‘অ্যাটিপিক্যাল’ ও ‘রাইজিং ডিয়ন’-এর মতো বিভিন্ন হিট সিরিজের অগ্রযাত্রা দেখেছেন তিনি। হলিউডে নেতৃত্বস্থানে থাকা গুটিকয়েক লাতিন আমেরিকানের একজন হিসেবে ক্যারোলিনা নিরন্তর কাজ করে যাচ্ছেন অন-স্ক্রিনে হিস্পানিক কিংবা লাতিনো মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং তাদের গল্পগুলো ফুটিয়ে তুলতে।
ইনস্টা: @thedancingdiary।

মুগ্ধা কালরা
কো-ফাউন্ডার, নট দ্যাট ডিফারেন্ট, ভারত
‘প্যানডেমিক প্রায় ৭০ কোটি মানুষকে একই বাস্তবতার ভেতর জীবনযাপনে ঠেলে দিয়েছে; তারা একই রকম ভোগান্তি পোহাতে বাধ্য হয়েছে। এই বাস্তবতায় মানুষের প্রতি সহানুভূতি জাগানোর কাজ করে যেতে চাই আমি,’ বলেন ভারতীয় অটিজম-রাইটস অ্যাকটিভিস্ট মুগ্ধা কালরা। তার এক সন্তানও অটিজমে আক্রান্ত। তিনি ‘নিউরোডাইভারসিটি’ নিয়ে বোঝাপড়ার জন্য শিশু-নেতৃত্বাধীন মুভমেন্ট ‘নট দ্যাট ডিফারেন্ট’-এর কো-ফাউন্ডার। শিশুরা যেন অটিজম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং তাদের এই নিউরোডাইভার্স বন্ধুদের সঙ্গে একাত্মতা বোধ করে, এই উদ্দেশ্যে একধরনের কমিক স্ট্রিপ তৈরিতে অবদান রাখছেন মুগ্ধা। ইনস্টা: @autismtaleswithmugdha।

মিয়া কৃষ্ণা প্রাতিয়োই
এনভায়রনমেন্টালিস্ট, ইন্দোনেশিয়া
‘পৃথিবী মাতৃকাকে ভারসাম্য ও সঙ্গতি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। আমরা হয়তো জনসংখ্যা সমস্যার শিকার, কিন্তু সমাধানও নিশ্চয় খুঁজে পাওয়া সম্ভব,’ বলেন মিয়া কৃষ্ণা প্রাতিয়োই। প্লাস্টিক বর্জ্যরে নেতিবাচক প্রভাব থেকে বালি দ্বীপকে সুরক্ষা দিতে অলাভজনক সংস্থা ‘গ্রিয়া লুহু’র হয়ে কাজ করছেন এই ইকো-অ্যাকটিভিস্ট। স্থানীয়দের সহযোগিতায় তার সংস্থাটি একটি ‘ডিজিটাল ওয়েস্ট ব্যাংক’ তৈরি করেছে। এই অ্যাপভিত্তিক সিস্টেমের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে সেগুলোর যথাযোগ্য ব্যবস্থাপনা করা হয়। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী এই নারী বর্তমানে অপারেশনস ম্যানেজার হিসেবে স্থানীয় ওয়েস্ট ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম তদারক করেন।
ইনস্টা: @griya_luhu।

ক্লোয়ি লোপেজ গোমেজ
ব্যালে ড্যান্সার, ফ্রান্স
‘দুর্ভাগ্যক্রমে, দুনিয়ায় আমরা সবাই সমানাধিকার নিয়ে জন্মাইনি। জাতিগত পরিচয় ও সামাজিক মর্যাদার ওপর আমাদের সাফল্যের সুযোগগুলো নির্ভর করে। আমি এমন এক পৃথিবীতে বাস করতে চাই, যেখানে নিজ নিজ সম্ভাবনার সিদ্ধি লাভের সুযোগ থাকবে প্রত্যেক মানুষের,’ বলেন ক্লোয়ি লোপেজ গোমেজ। প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যালেরিনা হিসেবে ২০১৮ সালে জার্মানির মর্যাদাপূর্ণ ব্যালে কোম্পানি ‘বার্লিন স্টেট ব্যালে’তে যোগ দেন তিনি। তবে মস্কোর বলশয় একাডেমির এই সাবেক শিক্ষার্থীকে ব্যালে দুনিয়ায় জায়গা করে নিতে গিয়ে শিকার হতে হয় বর্ণবৈষ্যমের। এর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অভিযোগ তুললে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অনেক কিংবদন্তি তার পাশে দাঁড়ান। ২০২০ সালে বার্লিন স্টেট ব্যালেতে তার চুক্তি নবায়ন না করা হলে তিনি আইনি পদক্ষেপ নেন। ফলে বর্ণবাদের বিরুদ্ধে একটি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন চালাতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। ইনস্টা: @chloeanaislopes।

তানিয়া মুজিন্দা
মোটোক্রস অ্যাথলেট, জিম্বাবুয়ে
‘পৃথিবী কখনোই নিখুঁত ছিল না। সব সময়ই ছিল ভালো ও খারাপ। তবে যেসবের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেন ভবিষ্যৎ প্রজন্মকেও লড়তে না হয়, সে জন্য সেগুলোকে চলুন মেরামত করে নিই,’ দৃপ্তকণ্ঠে দাবি তোলেন জিম্বাবুইয়ান কিশোরী তানিয়া মুজিন্দা। মোটোক্রস বা অফ-রোড মোটরসাইকেল রেসিংয়ের দুনিয়ায় যেখানে পুরুষদের একচ্ছত্র আধিপত্য, সেখানে নিজ দেশে ১৯৫৭ সাল থেকে চালু হওয়া একটি মোটোক্রস চ্যাম্পিয়নশিপে প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবে বিজয়ী হয়ে তিনি বেশ সাড়া ফেলে দিয়েছেন। দারুণ সাহসী এ খেলায় ৫ বছর বয়সে হাতেখড়ি হওয়া তানিয়া এখন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে উইমেন’স মোটোক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। বলে রাখা ভালো, ২০১৮ সালে আফ্রিকান ইউনিয়ন তাকে জুনিয়র স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করে। মোটোক্রস থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি বিভিন্ন দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করেন, এগুলোর মধ্যে রয়েছে হারারেতে প্রায় ১০০ স্কুল শিক্ষার্থীর বেতন-ভাতার ব্যবস্থাও।
ইনস্টা: @tanyamuzinda।

বারবারা স্মোলিন্সকা
ফাউন্ডার, রিবর্ন সুগার বেবিস, পোল্যান্ড
‘আমি চাই মানুষ আরও বেশি সমব্যথী, আরও বেশি উদার এবং ভিন্নতার প্রতি আরও বেশি সহনশীল হয়ে উঠুক,’ বলেন গর্ভপাত কিংবা অন্য কোনো কারণে সন্তান হারানো নারীদের মানসিকভাবে সুস্থ রাখার পদক্ষেপ হিসেবে হাইপার-রিয়ালিস্টিক ‘রিবর্ন’ পুতুল থেরাপি দেওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখা পোলিশ আর্টিস্ট বারবারা স্মোলিন্সকা। তার ডিজাইন ও তৈরি করা পুতুল এ ক্ষেত্রে লক্ষণীয় ভূমিকা রাখছে। প্রসাধনবিদ্যায় পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন এই মিউজিশিয়ান গড়ে তুলেছেন নিজের কোম্পানি—‘রিবর্ন সুগার বেবিস’। তার হ্যান্ডমেড পুতুলগুলো বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসক, নার্স ও ধাত্রীদের প্রশিক্ষণেও ব্যবহার করা হয়।
ইনস্টা: @barbara.smolinska।

লিমা আফসিদ
কবি, আফগানিস্তান
‘আফগানিস্তানের পতন মানে গত ২০ বছর আমরা যে কর্দমায় লড়ে গেছি, আবারও সেখানেই ডুবে যাওয়া। আমি তবু আশাবাদী: নিশ্চয় গাছের শাখার মতো আবারও জেগে উঠে, অরণ্যের তিমিরে আলোর কাছে পৌঁছতে পারব আমরা’—অ্যাওয়ার্ডজয়ী আফগান তরুণ কবি ও লেখক লিমা আফসিদের মনোভাব এমনই। নিজের লেখায় আফগান সংস্কৃতিতে জেঁকে বসা পুরুষতান্ত্রিক আদর্শকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানান তিনি। পাঁচ বছরের বেশি সময় ইনডিপেনডেন্ট রিপোর্টার ও সোশ্যাল কমেন্টেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। করোনা অতিমারিতে স্বাস্থ্যসংকটের কালে দুই শতাধিক সদস্যের মধ্যে ভার্চ্যুয়াল পোয়েট্রি সেশনের মাধ্যমে প্রেরণা জোগানো কাবুলভিত্তিক কবিতা সংগঠন ‘শের-ই-ডেনেসগা’তেও তিনি সক্রিয়।

হালিমা আদেন
মানবতাবাদী ও সাবেক মডেল, কেনিয়া
‘প্যানডেমিকের দিনগুলোতে আমাদের নিরাপদ রাখতে সম্মুখসারির কর্মীদের চূড়ান্ত রকমের পরিস্থিতির ভেতর কাজ করে যেতে দেখেছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। কৃতজ্ঞচিত্তে এগিয়ে গেলে পৃথিবীকে আমরা আবারও ঠিকঠাক করে তুলতে পারব’—অভিমত কেনিয়ার এক শরণার্থীশিবিরে জন্ম নেওয়া সোমালি বংশোদ্ভূত প্রথম হিজাব পরিহিত সুপারমডেল হালিমা আদেনের। ২০১৭ সালে তিনি বিশ্বের অন্যতম বড় মডেলিং এজেন্সি ‘আইএমজি মডেলস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তিতে শর্ত জুড়ে দিয়েছিলেন, মডেলিংয়ের সময় হিজাব খুলবেন না। ‘ব্রিটিশ ভোগ’-এর কভারে প্রথম মডেল হিসেবে হিজাব পরেন তিনি। মুসলিম নারীদের সচেতনতা ও দৃষ্টিগোচরতা বৃদ্ধির প্রচারণায়ও কাজ করেছেন আদেন। ছিলেন ইউনিসেফের শিশু অধিকার অ্যামবাসেডর। ২০২০ সালে মডেলিং ছেড়ে দিলেও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট: @Halima।
 লাইফস্টাইল ডেস্ক
সূত্র: বিবিসি
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top