ফিচার I কিটেন ক্রেজ
ক্ল্যাসিক ক্যাট আই লাইন টানা কষ্টসাধ্য? এসে গেছে সহজতর সমাধান। কৌশল বছর বিশেক আগের কিন্তু!
সাজসজ্জার ডিটেইলিং নিয়ে নিরীক্ষা হয় নিয়মিত। এ ক্ষেত্রে চোখের সাজ আছে তালিকার ওপরের দিকে। নতুন বছরে কিটেন আই নাম লিখিয়েছে চোখের সাজের নিরীক্ষার লিস্টিতে। বিড়ালছানার মতো আদুরে চোখ তৈরিই এ মেকআপের মূল উদ্দেশ্য। ২০০০ সালে প্রথমবারের মতো দেখা যায় কিটেন আই মেকআপ।
এর লুক কেমন হবে? সহজ ভাষায় পরিপাটি। মাত্রাতিরিক্ত মেকআপের ব্যবহার ছাড়াই। স্মোকি আই থেকে অনুপ্রাণিত বলেই মনে করা হচ্ছে কিটেন আইকে। স্মোকি আই মেকআপের ক্ষেত্রে পুরো চোখকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর কিটেন আইয়ের ক্ষেত্রে যতটা সম্ভব কম অংশে মেকআপ করা হয়। স্মোকি আইয়ের ছোট বোন কিটেন আই—এমনটাই বলছেন অনেক মেকআপ আর্টিস্ট!
সৌন্দর্যবিশ্বের সেলিব্রিটি মেকওভার এক্সপার্ট টারিন ফেল্ডম্যানের মতে, ‘সূক্ষ্মরেখার আইলাইনার টেনে বিড়াল চোখের মতো টানা টানা লাইন এঁকে তৈরি করে নেওয়া হয় কিটেন আই লুক। এখানে লাইনের আধিক্য থাকে না। এককথায় বাহুল্যবর্জিত চোখের সাজ।’ সহজেই সেরে নেওয়া যায়, তাই অনায়াসেই কিটেন আইন লুকে চোখ সাজিয়ে নিতে পারেন যে কেউ। এ জন্য যে মেকআপ-স্যাভি হতে হবে, ব্যাপারটা একদমই তেমন নয়, শুধু সঠিকভাবে সূক্ষ্ম স্ট্রোক টেনে যেতে পারলেই চলবে!
কিটেন আই কে জনপ্রিয় করে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। সেলফি আর সেলফ ভিডিও ক্লিপের এই যুগে এখন নিজের মুখচ্ছবি সবার সামনে নিয়ে আসতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্ক্রিনে তাই ত্বকের উজ্জ্বলতা ছড়িয়ে দেওয়ার ট্রেন্ড চলছে। পরিচ্ছন্ন সাজে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা উসকে দিতেই ব্যস্ত এখনকার সৌন্দর্যসচেতনেরা। যেটা ভারী মেকআপ করলে আড়াল হয়ে যায়। মিনিমাল মেকআপের সঙ্গে অতিরঞ্জনের বরাবরই বনিবনা হয় না; বরং সাজে সূক্ষ্মতাকে প্রাধান্য দেওয়া হয় সবচেয়ে বেশি। কিটেন আইয়ের প্রতি আগ্রহের পেছনে মিনিমালিস্টিক মেকআপের প্রতি ঝোঁক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
টিকটকের মাধ্যম কিটেন আই মেকআপ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। আর করোনাকালের নিউ নরমালের প্রভাবে যখন কম সময়ে, ঝক্কিহীনভাবে, কম প্রসাধন ব্যবহার করে নিজেকে উপস্থাপনে অভ্যস্ততা বেড়েছে, তখন কিটেন আইয়ের জনপ্রিয়তা বাড়াটাই তো স্বাভাবিক।
কিটেন আই লুকের জন্য কী দরকার? একটি আইলাইনার। লিকুইড হলে ভালো। এই হচ্ছে বেসিক পণ্য। এর সঙ্গে দরকার হতে পারে সহায়ক কয়েকটি প্রসাধন। কী কী দরকার হবে, তা নির্ভর করছে আইলাইনার এঁকে নেওয়ার পারদর্শিতার ওপরে। কেউ যদি শুধু আইলাইনার ব্যবহার করেই কিটেন আই লুক নিয়ে আসতে পারেন, তাহলে আর কিছুই দরকার নেই। লাইনার বেছে নেওয়ার ক্ষেত্রে এর মানের দিকে গুরুত্ব দিলে ভালো। সঙ্গে দেখে নিতে হবে লাইনার টিপের আকার। সুন্দর গড়নের টিপ হলে হাতে ব্যালেন্স করে নেওয়া সহজ হবে।
চোখের পাতার ঠিক মাঝ বরাবর থেকে শুরু করতে হয় লাইন আঁকা। ছোট একটি স্ট্রোক দিয়ে নিলেই ব্যস! এরপরে ছোট ছোট স্ট্রোকে পুরো চোখের পাতার লাইনজুড়ে এঁকে যেতে হবে। মনোযোগসহকারে। চোখের আউটার কর্নারে পৌঁছে গেলে একটু উঁচু করে একটি তীক্ষè সরু টানে লাইনার টেইল এঁকে নিতে হবে। এখানে আসল মুনশিয়ানা। ইনার কর্নার থেকে শুরু করে পুরো আইল্যাশের লাইন ধরে লাইনার টেনে যেতে হবে না। শুধু লাইনার ব্যবহার করে কিটেন আই এঁকে নিতে সাহস না পেলে টেনশনের কিছু নেই। কিটেন আই সহজে এঁকে নেওয়ার ক্ষেত্রে কালো রঙের আইশ্যাডো নিয়ে একটি ফ্ল্যাট লাইনার ব্রাশের সাহায্যে লাইন টেনে নেওয়ার পরামর্শ দেন অনেক মেকআপ আর্টিস্ট। সহজে কিটেন আই লুক সেরে নেওয়ার আরেকটি পন্থা আছে। ঠিক ল্যাশ লাইন বরাবর পেনসিল দিয়ে লাইন টেনে নিয়ে একটি স্মাজ ব্রাশের সাহায্যে বেল্ড করে তৈরি হতে পারে কিটেন আই লুক। তবে মনে রাখতে হবে, কোনোভাবে যদি ওভার ড্রামাটিক আই মেকআপ হয়েই যায়, তাহলে মাইসেলার ওয়াটার দিয়ে মুছে নিতে হবে। আবার এর উল্টোটাও কিন্তু হতে পারে। লাইনার টেইল আগে করে নেওয়া সম্ভব। এরপরে ছোট ছোট স্ট্রোকে বাকি লাইন টেনে নেওয়া যেতে পারে।
কিটেন আই এমনিতেই দেখতে চমৎকার। তাই সাদামাটা এই সাজের সঙ্গে বাড়তি কোনো প্রসাধন যোগ না করলেও চলে। কিটেন আইয়ের সঙ্গে আইশ্যাডো আবশ্যক নয়। মাস্ট নিডেড নয় লিপস্টিকও! চাইলে মাসকারার প্রলেপ বুলিয়ে নেওয়া যায় বড়জোর! এতে কিটেন আই আরও দারুণ দেখাবে। ক্যাজুয়াল মেকআপ লুক হিসেবে এটি চমৎকার। কিটেন আই দিনের বেলার সাজের সঙ্গে দারুণ মানানসই। রাতের সাজেও যে যায় না, তা নয়।
সারাহ্ দীনা
মডেল: তানিয়া
মেকওভার: পারসোনা
ছবি: তানভীর খান