skip to Main Content

বুলেটিন

স্কিন স্লাগিং

টেন স্টেপ স্কিন কেয়ার রুটিন থেকে ক্রিম স্কিন ফিনিশ—কোরিয়ান বিউটি টেকনিক বরাবরই বিউটি ট্রেন্ড সেট করার ক্ষেত্রে এগিয়ে। এবারও ব্যতিক্রম ঘটেনি। নতুন ত্বকচর্চার কৌশল ইতিমধ্যেই ট্রেন্ডিং টিকটকে। মাত্র একটি ধাপে উজ্জ্বল কোমল ত্বক পাওয়ার অভিনব এই প্রক্রিয়ার নাম স্কিন স্লাগিং। মূলত স্কিন ময়শ্চারাইজেশনের অন্যতর উপায় এটি। ত্বক বিশেষজ্ঞদের মত, এটি আরও বেশি কার্যকর। মূলত রাতের ত্বক পরিচর্যার একদম শেষ ধাপে এই প্রক্রিয়া প্রয়োগ করা হয়। মুখত্বকে সব ধরনের পণ্য ব্যবহারের পর পাতলা পরতে ভ্যাসলিন অথবা যেকোনো পেট্রোলিয়াম বেসড বাম মেখে নিতে হবে। এতে ত্বকপণ্যগুলো ত্বকেই সিল হয়ে থাকবে রাতভর। সকালে উঠে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলেই চলবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, স্লাগিংয়ের আগে ত্বক অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ময়লা, তেল, মেকআপ মুছে নিয়ে তবেই স্কিন স্লাগিং করা চাই, নইলে ত্বকের বারোটা বেজে যাবে। শুষ্ক ত্বকে জরুরি আর্দ্রতা জোগাতে স্লাগিংয়ের জুড়ি নেই। তবে তৈলাক্ত ত্বকে অথবা যারা রেটিনল ব্যবহার করছেন, তাদের এ প্রক্রিয়া এড়িয়ে যাওয়াই ভালো।

টিকটকে ভাইরাল বডিশপ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক বরাবরই সৌন্দর্যসচেতনদের কাছে জনপ্রিয়। নানা ধরনের হ্যাক ছাড়াও লেটেস্ট বিউটি ট্রেন্ড আর প্রডাক্ট সম্পর্কে জানা যায় বলে টিকটক এখনকার প্রজন্মের কাছে ওয়ান-স্টপ সলিউশনই বটে। সম্প্রতি বডিশপ ব্র্যান্ডের ইনস্টা গ্লো সিসি ক্রিম বাজারে আসার পরই টিকটকারদের মধ্যে এ নিয়ে সাড়া পড়ে যায়। ফলাফল—অনলাইনে হুহু করে বিকোতে শুরু করে এটি। হয়ে ওঠে এই গরমের গো টু প্রডাক্ট। আর হবেই না বা কেন, এসপিএফ-২০ যুক্ত এই সি সি ক্রিম ক্ষতিকর ইউভি রে-এর হাত থেকে রক্ষা করে ত্বক। একই সঙ্গে মসৃণ, উজ্জ্বল বেজ তৈরি করে দেয় মেকআপ অ্যাপ্লিকেশনের জন্য। ফলে গরমে ভারী ফর্মুলার ফাউন্ডেশন মাখার প্রয়োজন পড়ে না। প্রাইমার হিসেবে চমৎকার সি সি ক্রিম ব্যবহারের পরও ত্বক নিশ্বাস নেওয়ার সুযোগ পায়। বর্তমানে তিনটি শেডে বাজারে মিলছে ইনস্টা গ্লো ক্রিম। পিচি গ্লো, ওয়ার্ম গ্লো ও ব্রাইট গ্লো। যার দুটোই মিনিমালিস্ট মেকআপ ট্রেন্ডের সঙ্গে সুন্দর খাপ খেয়ে যায়। দামটাও একদম হাতের নাগালে। মাত্র ১৫ ডলার।

বডি বাম বাজারে

হাইড্রেটেড স্কিন, হ্যাপি প্ল্যানেট ট্যাগলাইনে বিশ্ববাজারে মিলছে বাইট (বিকজ ইটজ দ্য আর্থ)-এর নতুন বডি বাম। ট্রাভেল-ফ্রেন্ডলি ময়শ্চারাইজারটি প্লাস্টিক প্যাকেজিং মুক্ত। তৈরি হয়েছে পানি ছাড়া। আলট্রা কনসেনট্রেটেড, নন-গ্রিজি ফর্মুলায় তৈরি এই বডি বাম প্রিজারভেটিভ ও প্যারাবেনবিহীন। বাজারে পাওয়া যাওয়া বেশির ভাগ বডি লোশনের মতো। এতে পাম্প ব্যবহৃত হয়নি। ফলে প্লাস্টিক ফ্রি রাখা গেছে পণ্যটিকে। শতভাগ ভেগান উপাদান যেমন: স্কোয়ালেন, শিয়া বাটার, রোজ হিপ, হায়ালুরনিক অ্যাসিডে তৈরি বডি বামটি ত্বকে আর্দ্রতা জোগায় চটচটে ভাব ছাড়াই। সঙ্গে রাখে নরম, কোমল। রিফিলেবল এ বাম বার গোল্ডেন মেটাল কেসে পোরা। দাম ২৮ ডলার।
 বিউটি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top