skip to Main Content

বুলেটিন

রানির নখ রাঙাতে

রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ সত্তর বছর ধরে রাজত্ব করেছেন ইউনাইডেট কিংডমে। যাকে প্রায় সময়ই দেখা যেত উজ্জ্বল রঙের সব পোশাক আর গ্লাভস পরিহিত। ঠোঁটে লিপস্টিকও থাকত নজরকাড়া রঙের। উজ্জ্বল লাল বা গোলাপি রঙের। কিন্তু রানির সিগনেচার লুকের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল, তা হয়তো অনেকেরই অজানা। নেইলপলিশ। দারুণ জনপ্রিয় এক নেইলপলিশ কালারে নখ রাঙাতে পছন্দ করতেন তিনি। দীর্ঘ ৩৩ বছর সেই একই রঙের নখে দেখা গেছে তাকে। বিশ্বখ্যাত নেইল পেইন্ট কোম্পানি এসির ওয়েবসাইট মোতাবেক, ১৯৮৯ সালে রানির হেয়ার ড্রেসার ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা এসি উইনগারটেনকে একটি চিঠি লিখে পাঠান তাদের শেড ব্যালে স্লিপারের জন্য। এরপর থেকে রানির নখরঙে আর পরিবর্তন আসেনি। পারফেক্ট শিয়ার পিঙ্ক এ নেইলপলিশ তার এতই পছন্দ ছিল যে রাজপরিবারের অন্য নারীদেরকে তিনি এই শেড পরতে উৎসাহিত করেন। ফলাফল কেট মিডলটন আর মেগান মার্কেলের ওয়্যারড্রোব স্টেপল হয়ে ওঠে নেইলপলিশটি।

কালারপপের হ্যারি পটার কালেকশন

স্পেশাল হ্যালুইন কালেকশন লঞ্চ করেছে কালারপপ। হ্যারি পটারের সঙ্গে কোলাবোরেশনে। যার প্রতিটি মেকআপ প্রডাক্ট অনুপ্রাণিত হয়েছে আইকনিক এ মুভি ফ্র্যাঞ্চাইজ থেকে। ম্যাজিক্যাল মেকআপ লুক তৈরির জন্য কালেকশনে থাকছে চোখ, ঠোঁট এবং মুখত্বকে ব্যবহার উপযোগী নানা পণ্য। থাকছে ২৪ শেডের একটি আইশ্যাডো প্যালেট। ম্যাট, মেটালিক এবং গ্লিটার শেডসংবলিত। রয়েছে হলুদ, সবুজ, লাল ও নীল রঙের গ্রাফিকস ইঙ্ক আইলাইনার। হ্যারি পটার, রন উইজলি আর হারময়নি গ্রেঞ্জারের নামে মিলবে তিনটি ভেলভেট লিক্যুইড লিপস্টিক। থাকছে একটি পার্লেসেন্ট লিপ গ্লস—লুনা লাভগুডের নামে। পাওয়া যাবে স্পেশাল সেন্টেড লিপ বামও। চারটি উইজার্ড হাউসের নামানুসারে। যেগুলোর মধ্যে দ্য গ্রিফিনডোর লিপ বামটি স্পাইসি অ্যান্ড ওয়ার্ম এগনগের সুগন্ধিযুক্ত, দ্য স্লিদারিন মিন্টি ফ্রেশ সুবাসের, দ্য রেভেনক্ল বেরি, বেসিল আর ভ্যানিলার নির্যাসে সুবাসিত আর দ্য হাফলপাফে মিলবে মার্শমেলো আর নারকেলের নির্যাস। মুখত্বকের জন্য থাকছে মার্বেলড শেডের তিনটি হাইলাইটার ডবি, বাকবিক আর হেডউইগ নামে। লিমিটেড এডিশনের এ কালেকশন মিলবে কালারপপের অফিশিয়াল ওয়েবসাইট এবং Ulta.com এ। পণ্যগুলো পেতে খরচ করতে হবে ১০ থেকে ৩০ ডলার অব্দি।

স্টেলার সৌন্দর্য অভিষেক

কনশাস লাক্সারি ফ্যাশন ইন্ডাস্ট্রির পথিকৃৎ বলা হয় স্টেলা ম্যাককার্টনিকে। সম্প্রতি সৌন্দর্যবিশ্বে সাসটেইনেবিলিটির চর্চাকে আরও একধাপ এগিয়ে নিতে কাজ শুরু করেছেন তিনি। এলভিএমএইচের বিউটি ডিভিশনের সঙ্গে কোলাবোরেশনে বাজারে এসেছে তার নতুন স্কিনকেয়ার লাইন স্টেলা বাই স্টেলা ম্যাককার্টনি। যার উপাদান বাছাই থেকে প্যাকেজিংয়ের প্রতিটি পর্যায়ে প্রাধান্য পেয়েছে সাসটেইনেবিলিটি। পণ্যের ফর্মুলায় ব্যবহৃত হয়েছে শতকরা ৯৯ ভাগ প্রকৃতিপ্রাণিত উপাদান। ‘অনলি হোয়াট ইউ নিড’ এই তত্ত্বে বিশ্বাসী স্টেলার স্কিনকেয়ারে তাই মিলবে মাত্র তিনটি অতি জরুরি পণ্য। রিসেট ক্লিনজার, অল্টার কেয়ার সেরাম আর রিস্টোর ক্রিম। দীর্ঘ তিন বছরের নিরীক্ষার ফসল এগুলো। যার ফলাফল ক্লিনিক্যালি প্রুভেন। মূলত ত্বকের কার্যকারিতা অক্ষুণ্ন রেখে, পুনরুজ্জীবিত করে তোলার পাশাপাশি সংরক্ষণে সহায়ক পণ্যগুলো। মিলবে ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে।
i বিউটি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top