সেলিব্রিটি স্টাইল I বাঁধন
প্রিয় পোশাক
শাড়ি আমার সব সময়ই পছন্দ। তবে জামদানি শাড়ির প্রতি আলাদা দুর্বলতা আছে।
প্রিয় রঙ
লাল। লাল ঘেঁষা যেকোনো রঙই আমার খুব পছন্দ।
প্রথম ক্রাশ!
সেটা তো অগুনতি। এখনো ক্রাশ হয় আমার। তবে জীবনে দু-তিনটা ক্রাশ ছিল খুবই শক্তিশালী। একজন ডাক্তার ছিলেন সে তালিকায়। লাক্সের ইভেন্টের সময়ও আমার ক্রাশ ছিলেন একজন। তবে আমার সবচেয়ে বড় ক্রাশ শাহরুখ খান।
বাইরে বের হলে ব্যাগে সব সময় কী থাকে?
কাজল আর লিপস্টিক। এ ছাড়া মোবাইল আর পারফিউমটা মাস্ট।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার রিউমার?
পরিচালক এজাজ মুন্নার সঙ্গে আমার বিয়ের রিউমার ছড়িয়েছিল একবার। ‘সুখের নীড় বাঁধতে যাচ্ছেন বাঁধন আর এজাজ মুন্না’- এমন একটা শিরোনামও এসেছিল পত্রিকায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তখনো এজাজ ভাইয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। এ নিয়ে পরে দুজনে মিলে খুব হেসেছিলাম।
ব্র্যান্ডপ্রীতি আছে? প্রিয় ব্র্যান্ড?
আমার কোনো ব্র্যান্ডপ্রীতি নেই। সব ধরনের পোশাক আর অ্যাকসেসরিজেই স্বাচ্ছন্দ্য আমি। আর ব্র্যান্ডের পেছনে খরচ করার মতো টাকা আমার এখনো হয়নি।
অপ্রকাশ্য প্রতিভা
অপ্রকাশ্য প্রতিভা নেই। সবই প্রকাশিত। হা হা হা। তবে আমি বিশ্বাস করি, পরিশ্রম দিয়ে অনেক অপ্রকাশ্য প্রতিভার প্রকাশ ঘটানো যায়।
প্রিয় ভ্রমণের জায়গা?
আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দের জায়গা কক্সবাজার। তবে খুব ইচ্ছা আছে সুইজারল্যান্ডে যাওয়ার।
কোন প্রসাধনী ছাড়া আপনার চলেই না?
লিপস্টিক। ন্যাচারাল লাইট শেডের লিপস্টিক আমার লাগবেই।
প্রিয় সোশ্যাল আপ?
ফেসবুক।
সাজতে কতক্ষণ সময় লাগে?
সময়টা নির্ভর করে আমার সাজের ধরনের ওপর। সাধারণ সাজের জন্য দশ মিনিটই যথেষ্ট। তবে স্পেশাল সাজের জন্য এক থেকে দেড় ঘণ্টা লেগে যায়।
প্রিয় খাবার?
আমি ভীষণ ফুডি। যেকোনো ধরনের খাবার ট্রাই করতে আমার ভালো লাগে। তবে যেকোনো মিষ্টি খাবার ভীষণ প্রিয়। দু’দিনে তিন কেজি মিষ্টি খেয়ে ফেলারও রেকর্ড আছে আমার।
অবসরে প্রিয় কাজ?
অবসরে প্রচুর মুভি দেখি।
আপনার শখ?
যেকোনো নতুন জায়গা ঘুরে দেখা।
প্রিয় অভিনেতা-অভিনেত্রী?
সবার অভিনয় আমার আলাদাভাবে ভালো লাগে। একেকজনের অভিনয়ের একেকটা বৈশিষ্ট্য আমাকে আকর্ষণ করে। তবে উত্তম-সুচিত্রার যেকোনো ছবি আমার মধ্যে ফ্যান্টাসি তৈরি করে।
কোন ধরনের সিনেমা ভালো লাগে? প্রিয় সিনেমা?
রোম্যান্টিক। প্রেমের যেকোনো ছবি আমার ভীষণ পছন্দের। প্রিয় একটা সিনেমা বেছে নেয়া খুব মুশকিল। তবে দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আমি অনেকবার দেখেছি। এখনো দেখতে আগের মতোই ভালো লাগে।
প্রিয় গায়ক-গায়িকা?
পুরোনো দিনের গানের সব গায়ক-গায়িকাকেই ভালো লাগে। তবে কিশোর কুমারের গলা আমাকে সব সময়ই টানে।
আপনি কি আবেগপ্রবণ? শেষ কবে কেঁদেছেন? কেন?
আবেগের জন্য আমাকে অ্যাওয়ার্ড দেয়া যেতে পারে। কিছুদিন আগেও কেঁদেছি। ব্যক্তিগত কিছু কারণ ছাড়াও নিজেকে প্রায়ই খুব বোকা মনে হয়। তখন খুব করে কাঁদি।
আইডল?
সেভাবে কাউকে আইডল মনে হয় না। কিন্তু ভালো মানুষ আমাকে আকর্ষণ করে। তাদের ভালো দিকটা দেখে অনুপ্রাণিত হই। প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ হিসেবে গড়ার চেষ্টা করি। ভালো মানুষ হয়ে অন্যদের অনুপ্রাণিত করতে চাই।
ছেলেবেলায় কী হতে চেয়েছিলেন?
বাবার মতো সিভিল ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা ছিল। ছোটবেলায় মনে হতো এটাই পৃথিবীর একমাত্র প্রফেশন। পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে হবে আর বেড়িবাঁধ দিতে হবে।
আজ থেকে দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
শুধু দশ বছর নয়, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন নিজেকে শোধরানোর চেষ্টা করে যেতে চাই। ভালো একজন মানুষ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চাই।
জাহেরা শিরীন
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: নাবিলা ও সিকোসো
ছবি: মাহিনুজ্জামান পিয়ান