skip to Main Content

এই শহর এই সময় I মুখরিত মুগ্ধতা

প্রকৃতিতে হেমন্তের হাজিরা। তবু ভ্যাপসা গরমের মাস্তানি! এরই মাঝে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তুমুল বৃষ্টি, শীতলতা…। প্রকৃতির বৈচিত্র্যময় আচরণে রাজধানীবাসী বেশ নাকাল। তবু থমকে থাকেনি জনজীবন। মাসজুড়ে কমতি ছিল না নানান আয়োজনেরও।

রক এন রিদম

আধুনিক বাংলা গানের কিংবদন্তি গীতিকার ও গায়ক কবীর সুমন তিন দিন মাতিয়ে গেলেন নগরবাসীকে। ১৫, ১৮ ও ২১ অক্টোবর ভারতের কলকাতাবাসী এই গায়কের গানের তিনটি অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটরিয়ামে। এর মধ্যে দুটি ছিল আধুনিক গানের, অন্যটি বাংলা খেয়ালের। তিনটি শো-ই ছিল হাউসফুল। ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শীর্ষক আয়োজনে এই শিল্পীর গানের ইন্দ্রজাল মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শক-শ্রোতাদের। তিনি একে একে গেয়ে শোনান ‘গানওয়ালা’, ‘তোমাকে চাই’, ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’, ‘হঠাৎ রাস্তায়’, ‘হাল ছেড়ো না’ প্রভৃতি চিরচেনা গান। বয়সের ভারে গিটার বাজাতে না পারলেও কি-বোর্ড বাজিয়ে এবং গানের ফাঁকে গল্প শুনিয়ে মাত করে রাখেন তিনি।

তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন

১৮ থেকে ২০ অক্টোবর আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যেটে ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ফরাসি পাপেটার লরি ক্যানেকের একক থিয়েট্রিক্যাল পারফরম্যান্স ‘ওলফ্ড ডাউন’। ইউরোপীয় বিখ্যাত রূপকথা ‘লিটল রেড রাইডিং হুড’ অবলম্বনে। একটি পাপেট ও অভিনেত্রীর শরীরের মধ্যকার সারগ্রাহী সংযোগে। তাতে একই সঙ্গে ছড়িয়ে পড়ে কাব্যিকতা ও হাস্যরস। আর এই গথিক ধারার পারফরম্যান্স যেন জাগতিক দুনিয়া থেকে অন্য কোথাও, অন্য কোনো ঘোরের দুনিয়ায় নিমজ্জিত করে দর্শকদের।
এদিকে, ৭ অক্টোবর রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে বসে রক ও মেটাল মিউজিকের আসর ‘রক এন রিদম’।

ওলফ্ড ডাউন

এই কনসার্টে অংশ নেয় অর্থহীন, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, ওন্ড, অনকোর, লেবেল ফাইভ, স্যাভেজারি, ক্যালিপসো ও চিত্রপট। তাতে ব্যান্ড টি-শার্ট পরা ভক্তকুল, বৃত্তাকারে বসা বন্ধুদের দল, রোমান্টিক গানের সময় কাপলদের আলিঙ্গনের মতো অসাধারণ সব মুহূর্তের সৃষ্টি হয়। দশ হাজারের বেশি দর্শকের এই কনসার্টে শো স্টপার ছিল অর্থহীন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্যান্ডটির লিডার, ‘বেজবাবা’খ্যাত রকস্টার সুমন। ট্যান স্যুট পরে সেদিন মঞ্চে উঠেছিলেন তিনি। পরে কনসার্ট নিয়ে ফেসবুকে পোস্টে সুমন লেখেন, ‘আজকের কনসার্ট জীবনেও ভুলব না!’ কনসার্টটি আয়োজন করে অ্যাডভেনটর কমিউনিকেশন। ম্যাগাজিন পার্টনার ছিল ক্যানভাস।

 লাইফস্টাইল ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top